Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান পৌর প্রশাসক মন্ডলীর হাতে ২০০০ সিরিঞ্জ তুলে দিল তৃণমূল যুব কংগ্রেস


 

বর্ধমান পৌর প্রশাসক মন্ডলীর হাতে ২০০০ সিরিঞ্জ তুলে দিল তৃণমূল যুব কংগ্রেস 

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান পৌর প্রশাসক মন্ডলী যাতে সুষ্ঠুভাবে শহরবাসীকে পরিষেবা দিতে পারে সেই জন্য তৃণমূল কংগ্রেস সহ দলের বিভিন্ন শাখা সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে বিভিন্ন নাগরিক পরিষেবার পাশাপাশি কোভিড সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান খুবই জরুরী। ইতিমধ্যেই বর্ধমান পৌর প্রশাসক মন্ডলী দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি চালু করেছে। কিন্তু ভ্যাকসিনের যোগান থাকলেও সিরিঞ্জের অপ্রতুলতায় ভ্যাকসিন প্রদানের কাজ ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জী, ভাইস-চেয়ারপার্সন আইনুল হকের হাতে ২০০০ সিরিঞ্জ তুলে দেওয়া হয়। 

বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেস এই কর্মসূচির উদ্যোগ নেয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অলক কুমার মাঝি নিজে বর্ধমান পৌরসভায় উপস্থিত হয়ে পৌর প্রশাসক মন্ডলীর হাতে সিরিঞ্জ তুলে দেন। এই কর্মসূচিতে অংশ নেন জেলার প্রাক্তন যুব সভাপতি রাসবিহারী হালদার, শান্তনু কোনার, তৃণমূল যুব কংগ্রেসের বর্ধমান শহর সভাপতি শুভায়ূ সাহা, তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি পল্লব দাস, জয়হিন্দ বাহিনীর জামালপুর ব্লক সভাপতি সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জী, ভাইস-চেয়ারপার্সন আইনুল হক ছাড়াও উপস্থিত ছিলেন অপর ভাইস-চেয়ারপার্সন আলপনা হালদার, প্রশাসক মন্ডলীর সদস্য ডাঃ শঙ্খ শুভ্র ঘোষ।

উল্লেখ্য সোমবার বর্ধমান শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস এর নেতৃত্বে ১৫০০ সিরিঞ্জ পৌর প্রশাসক মন্ডলীর হাতে তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন জয়হিন্দ বাহিনীর অন্যান্য সদস্যরা।