Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত আউশগ্রামের বিধায়ক সহ নেতৃত্ব


 

রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত আউশগ্রামের বিধায়ক সহ নেতৃত্ব 


রাধামাধব মণ্ডল, আউশগ্রাম



পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ ব্লকের রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার উত্তর রামনগরের মল্লিকপুর-গোস্বামীখণ্ড'র সৃজনী হলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে মহিলাদের সংখ্যাই ছিল বেশি। এদিনের রক্তদান শিবিরে রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর সেখ দাঁড়িয়ে থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। 

এছাড়াও শনিবারের এই রক্তদান শিবিরে আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার এসে রক্তদাতাদের উৎসাহ দেন। শিবিরে আসেন আউশগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্যা কাকলি রাজা। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মোল্লা। রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন। রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই রক্তদান শিবিরে এদিন দাঁড়িয়ে পরিচালনা করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে দেবদাস সরকার ও অর্ঘ্য বিশ্বাস। এদিনের রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সেখ জিয়াউল হক এদিন উপস্থিত ছিলেন রক্তদান শিবিরে।

অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এদিন রক্তদান করেন পাণ্ডুকের বৈদ্যনাথ বাগ্দী, পুবারের আব্বাসউদ্দিন সেখ, ধনকোড়ার পঞ্চা বাউড়িরা। 

রামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসগর সেখ-কে এবিষয়ে জিজ্ঞেস করা হলে বলেন, "আমরা বছরে এক বার করে এই রক্তদান শিবির করি। মানুষের জন্য দল এবং সরকার সবাই মিলে কাজ করছি, আমাদের নেত্রীর নির্দেশে এবারও রক্তদান শিবিরের আয়োজন করলাম। দলের ৫০ জন কর্মী এদিন রক্তদান করে।"

বর্ধমানের শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্ককে এদিনের শিবির থেকে রক্ত সংগ্রহ করে। যদিও এদিনের রক্তদান শিবিরে উপস্থিত থেকে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার বলেন, "এখানকার বলিষ্ঠ নেতৃত্বরা সংগঠন চালাতে নানা রকম জনহিতৈষী কাজকর্ম নেয়। এটি তারই অঙ্গ। আমি খুব আনন্দ পেয়েছি। "