চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

দুদিনের বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি


 

দুদিনের বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি 


অতনু হাজরা, জামালপুর : গত দুদিনের প্রবল বৃষ্টি আবার দামোদরে বন্যার পরিস্থিতির সৃষ্টি করেছে। দুদিন আগেও দামোদর নদে এত জল ছিল না।কিন্তু গত দুদিন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হওয়ায় ডিভিসি থেকে ছাড়া হয়েছে জল। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে প্রায় ১ লক্ষ ৯৭ হাজার কিউসেক জল ইতিমধ্যেই ছাড়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জামালপুরে ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে। জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান নির্দেশ পেয়েই তাঁরা কাজ শুরু করে দিয়েছেন। সমস্ত পঞ্চায়েতকে সতর্ক করা হয়েছে। করা হচ্ছে মাইকিং। জামালপুরের নিচু জায়গা গুলো কিছুটা হলেও জলমগ্ন হতে পারে। তাঁরা সকলকে আশ্বস্ত করে বলেন, ভয় পাবার কোনো কারণ নেই। ব্লক প্রসাশন যেকোনো পরিস্থিতির জন্য তৈরি। স্কুল গুলোর সাথে যোগাযোগ করা হয়েছে প্রয়োজনে সেখানে মানুষজনের থাকার ব্যবস্থা করা হবে। তিনি জানান বিকালে বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক জামালপুর আসতে পারেন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য।


Post a Comment

0 Comments