Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা অমানিশা থেকে উত্তরণের পথ দেখাবে আলমগঞ্জ বারোয়ারী


 

করোনা অমানিশা থেকে উত্তরণের পথ দেখাবে আলমগঞ্জ বারোয়ারী 


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শরতের আকাশে সাদা তুলোর মতো মেঘের আনাগোনা। মাঠে-ঘাটে কাশের বাহার। বাতাসে শিউলি ফুলের সুবাস। সব মিলিয়ে আগমনীর আবাহনে সেজে উঠেছে প্রকৃতি। করোনা অতিমারি আবহে তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই সরকারি বিধিনিষেধ মেনে বাঙালি নিজের প্রিয় উৎসবের আয়োজনে তৎপর। করোনার গভীর অমানিশা অতিক্রম করে আলোর উত্তরণের পথ খুঁজছে সকলেই। এবছর দুর্গাপুজোর আয়োজনে সেই পথ দেখাবে বর্ধমান শহরের আলমগঞ্জ বারোয়ারী। 'আঁধারে আলো' এই ভাবনায় আলমগঞ্জ বারোয়ারী ৭১ তম বর্ষের দুর্গাপুজোর আয়োজনে ব্রতি হয়েছে। শুক্রবার গনেশ চতুর্থীর শুভক্ষণে খুঁটি পুজোর মাধ্যমে আলমগঞ্জ বারোয়ারী দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করে দিল।

 এদিনের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইলা। যার হাতের ছোঁয়ায় আঁধারে আলোর উদভাষ দেখতে পাবেন শহর বর্ধমান সহ বাংলার মানুষ। আজ থেকে শুরু সেই 'আঁধারে আলো' দেখার কাউন্ট ডাউন। শুক্রবার খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগঞ্জ বারোয়ারীর সভাপতি সনৎ কুমার নন্দী সহ মনীষ সিংহ, পলাশ নন্দী এবং অন্যান্যরা।

আলমগঞ্জ বারোয়ারীর সভাপতি সনৎ কুমার নন্দী  বলেন, সাধারণ মানুষ কার্যত গৃহবন্দী থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। সরকারি বিধিনিষেধ মেনে সুন্দর ভাবে যদি এই পুজোর আয়োজন করা যায়, তাহলে কিছু মানুষকে আনন্দ দেওয়া যাবে। আমরা গৌরাঙ্গ বাবুর হাত ধরে সেই লক্ষ্যে চলেছি। বাজেট প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পুজো কমিটির অন্যতম সদস্য পলাশ নন্দী বলেন, বাজেট নির্দিষ্ট করে আমরা পুজোর আয়োজনে নামি না। থিম বাস্তবায়নে যেখানে গিয়ে শেষ হবে তাতেই আমরা আছি। আসলে আলমগঞ্জ বারোয়ারীর দুর্গাপুজো বর্ধমান শহরবাসীর পুজো। আর সেই জন্যই বাজেট নিয়ে আমাদের ভাবতে হয় না। বর্ধমানবাসী সব সময় আমাদের পাশে আছে।