Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ স্মরণ জামালপুরে


 

শহীদ স্মরণ জামালপুরে 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে  সি পি এমের হার্মাদ বাহিনীর হাতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে শহীদ হন উত্তম ভুল, ঈশা হক মল্লিক, পাঁচু গোপাল রুইদাস ও ফিরদৌস রহমান। তার মধ্যে ২০১০ সালের আজকের দিনে শহীদ হন ঈশা হক মল্লিক ও পাঁচুগোপাল রুইদাস। ঘটনার পর সেই সময় দলীয় কর্মীদের মনোবল ধরে রাখতে এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও  জামালপুরে ছুটে এসেছিলেন। প্রতি বছর শহীদদের মৃত্যুদিনে তাঁদের স্মরণ করে শ্রদ্ধা জানান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অমরপুরে শহীদদের স্মরণ করে একটি  সভা করা হয়।

 এই স্মরণসভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, ব্লকের যুব তৃণমূলের সভাপতি ভুতনাথ মালিক, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, মহিলা নেত্রী মিঠু মাঝি, ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক সহ সমস্ত অঞ্চল নেতৃত্ব, প্রধান, উপ প্রধান সহ অন্যান্য নেতৃত্ব। 

প্রথমেই শহীদ বেদীতে মাল্যদান করেন উপস্থিত নেতৃত্ব। অলক কুমার মাঝি বলেন, দলনেত্রী সর্বদাই শহীদদের মনে রেখেছেন তাই ২১ জুলাই শহীদ দিবস পালন করা হয়। মেহেমুদ খান বলেন, এই শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন তা তাঁরা পূরণ করবেন। সকল বক্তা তাঁদের বক্তব্যে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। আজকের এই স্মরণ সভায় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।