Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

জাতীয় লোক আদালতে বর্ধমানে একদিনে প্রায় দেড় হাজার মামলা নিস্পত্তি

 



জাতীয় লোক আদালতে বর্ধমানে একদিনে প্রায় দেড় হাজার মামলা নিস্পত্তি


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : করোনা অতিমারি পরিস্থিতির জন্য সরকারি বিধিনিষেধের জেরে দফায় দফায় আদালত বন্ধ থাকায় মামলা জমেছে। এই অবস্থায় সাধারণ মানুষের সুবিধার্থে দেশ জুড়ে প্রতিটি আদালতে জাতীয় লোক আদালতের ব্যবস্থা করা হয়েছে। 

পূর্ব বর্ধমান জেলায়ও শনিবার জেলা আদালত সহ কালনা এবং কাটোয়া আদালতেও আজ লোক আদালত বসে। এদিন দুপুরে বর্ধমানে জেলা আদালত ভবনে গিয়ে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সকলেই এসেছেন আইনি পরিষেবার মাধ্যমে সমস্যার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে।

ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি শুভঙ্কর বিশ্বাস জানান, জাতীয় লোক আদালতের আজ দ্বিতীয় পর্যায়। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান, কালনা এবং কাটোয়া আদালতে লোক আদালত বসেছে। বর্ধমানে জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের ব্যবস্থাপনায় ৯ টি বেঞ্চে মামলার নিস্পত্তি করতে বিচারকরা বসেছেন। বর্ধমানে এদিন ৪ হাজার ৪ শো ৭১ টি মামলার শুনানি হয়েছে।

 সব চেয়ে বড় বিষয়টি হলো লোক আদালতে কোনও আইনজীবীর সহায়তা ছাড়া ব্যক্তি নিজে মামলার স্বপক্ষে বিপক্ষে নিজের বক্তব্য সরাসরি বিচারকের সামনে বলতে পেরেছেন। ব্যাঙ্ক লোন, বিদ্যুৎ বিল, বি এস এন এল বিল, বিবাহ সম্পর্কিত সমস্যা এবং অন্যান্য মীমাংসা যোগ্য মামলাগুলো আজ নিস্পত্তির জন্য রাখা হয়েছিল। সব মিলিয়ে আজ ১ হাজার ৪৫৮ টি মামলার নিস্পত্তি হয়েছে।