অতনু হাজরা, পাল্লারোড : সবুজায়নের লক্ষ্যে এগিয়ে চলেছে মেমারি ১ ব্লকের পাল্লার পরিবেশ কর্মীদের সংগঠন 'গাছ গ্রুপ'। জেলা বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে গত ১৯ শে সেপ্টেম্বর ১২০টি মহুয়া ও ৪০টি পলাশ গাছের চারা রোপন করা হয়েছিল। ঐ দিনই স্থানীয় পশ্চিম পাল্লা গ্রামের ছেলেদের হাতে ২০টি পলাশ ও মহুয়ার চারা গাছ তুলে দেওয়া হয়েছিল।
আজ সেই মহুয়া ও পলাশ গাছের চারা গুলি বসানো হলো স্থানীয় ডিভিসির ক্যানেল সংলগ্ন বাঁধের রাস্তার পাশে। গাছ গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ।
0 Comments