Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

সবুজায়নের লক্ষে গাছ গ্রুপ


সবুজায়নের লক্ষে গাছ গ্রুপ
 

অতনু হাজরা, পাল্লারোড : সবুজায়নের লক্ষ্যে এগিয়ে চলেছে মেমারি ১ ব্লকের পাল্লার  পরিবেশ কর্মীদের সংগঠন 'গাছ গ্রুপ'। জেলা বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে গত ১৯ শে সেপ্টেম্বর ১২০টি মহুয়া ও ৪০টি পলাশ গাছের চারা রোপন করা হয়েছিল। ঐ  দিনই স্থানীয় পশ্চিম পাল্লা  গ্রামের ছেলেদের হাতে ২০টি পলাশ ও মহুয়ার চারা গাছ তুলে দেওয়া হয়েছিল।

 আজ সেই মহুয়া ও পলাশ গাছের চারা গুলি বসানো হলো স্থানীয় ডিভিসির ক্যানেল সংলগ্ন বাঁধের রাস্তার পাশে। গাছ গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ।