শক্তিগড় থানা পুলিশের মানবিক মুখ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

শক্তিগড় থানা পুলিশের মানবিক মুখ


 

শক্তিগড় থানা পুলিশের মানবিক মুখ 


অর্ঘ্য ব্যানার্জী, শক্তিগড় : মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো শক্তিগড় থানার পুলিশ। গত রবিবার মেমারির আমাদপুর গ্রামের নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বছর একুশের মনোজিৎ সূত্রধর। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত মেমারী থানার দ্বারস্থ হয়েছিলেন। রবিবার রাতে  বর্ধমান ২ নম্বর ব্লকের গাংপুর সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় ওই ভারসাম্যহীন যুবককে। পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে শক্তিগড় থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার করে ছেলেটিকে শক্তিগড় থানায় রাখা হয়, পরে মেমারী থানার পুলিশকে খবর দিলে পরিবারের লোকজন এসে মনোজিৎকে সনাক্ত করে। থানার তরফে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় এই ভারসাম্যহীন যুবককে। পরিবারের পক্ষ থেকে শক্তিগড় ও মেমারী থানার পুলিশের বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন মনোজিৎ এর বাবা মৃত্যঞ্জয় সূত্রধর।  

মা কল্পনা সূত্রধর জানান, আমার ছেলে গত রবিবার বাড়িতে মুড়ি খাওয়ার পর বেরিয়ে আসে তারপর থেকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে  আজ সকালে শক্তিগড় থানা থেকে ফোন যায় যে ছেলে পাওয়া গেছে, তারপর শক্তিগড় থানায় এসে ছেলেকে পাই।  শক্তিগড় থানা ও মেমারি থানার পুলিশ অফিসারদের কাছে আমরা কৃতজ্ঞ।


Post a Comment

0 Comments