Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শক্তিগড় থানা পুলিশের মানবিক মুখ


 

শক্তিগড় থানা পুলিশের মানবিক মুখ 


অর্ঘ্য ব্যানার্জী, শক্তিগড় : মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো শক্তিগড় থানার পুলিশ। গত রবিবার মেমারির আমাদপুর গ্রামের নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বছর একুশের মনোজিৎ সূত্রধর। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত মেমারী থানার দ্বারস্থ হয়েছিলেন। রবিবার রাতে  বর্ধমান ২ নম্বর ব্লকের গাংপুর সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় ওই ভারসাম্যহীন যুবককে। পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে শক্তিগড় থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার করে ছেলেটিকে শক্তিগড় থানায় রাখা হয়, পরে মেমারী থানার পুলিশকে খবর দিলে পরিবারের লোকজন এসে মনোজিৎকে সনাক্ত করে। থানার তরফে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয় এই ভারসাম্যহীন যুবককে। পরিবারের পক্ষ থেকে শক্তিগড় ও মেমারী থানার পুলিশের বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন মনোজিৎ এর বাবা মৃত্যঞ্জয় সূত্রধর।  

মা কল্পনা সূত্রধর জানান, আমার ছেলে গত রবিবার বাড়িতে মুড়ি খাওয়ার পর বেরিয়ে আসে তারপর থেকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে  আজ সকালে শক্তিগড় থানা থেকে ফোন যায় যে ছেলে পাওয়া গেছে, তারপর শক্তিগড় থানায় এসে ছেলেকে পাই।  শক্তিগড় থানা ও মেমারি থানার পুলিশ অফিসারদের কাছে আমরা কৃতজ্ঞ।