বরাকরে শুট আউটে ধৃত ২

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বরাকরে শুট আউটে ধৃত ২


 

বরাকরে শুট আউটে ধৃত ২



কাজল মিত্র, বরাকর : পশ্চিম বর্ধমান জেলার বরাকর পেট্রল পাম্পের কাছে গুলি চালানোর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দুজনকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।  শাহবাজ আলম (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শনিবার মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে তার বাবা শাব্বির আলম কুল্টি থানার বড়কর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে ছেলে হত্যার জন্য তিন জনের নাম ছিল। এদের মধ্যে বরাকরের বাসিন্দা বান্টি মজুমদার এবং রাকেশ শর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু মুকেশ শর্মা নামের এক ব্যাক্তি এখনও পলাতক। ধৃত দুজনকেই আসানসোল আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল। কিন্তু বিচারক ৭ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন।

পরিবারের তরফে অভিযোগ, শাহবাজকে তার বন্ধুরা নবীনগরের বাসা থেকে বরাকর পেট্রোল পাম্পের কাছে একটি খালি বাড়িতে নিয়ে যায়। মৃত যুবকের বাবা শাব্বির আলম অভিযোগ করেন যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।  পুলিশ সূত্র জানায়, তদন্তের স্বার্থে এবং মুকেশ শর্মাকে খুঁজে বের করার জন্য বান্টি মজুমদার এবং রাকেশ শর্মাকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অনুমান ড্রাগসের কারনে বন্ধুদের সাথে ঝগড়ার সূত্রপাত হয়। আর এই কারণে তাকে হত্যা করা হয়েছে।

Post a Comment

0 Comments