Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বরাকরে শুট আউটে ধৃত ২


 

বরাকরে শুট আউটে ধৃত ২



কাজল মিত্র, বরাকর : পশ্চিম বর্ধমান জেলার বরাকর পেট্রল পাম্পের কাছে গুলি চালানোর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দুজনকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।  শাহবাজ আলম (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শনিবার মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে তার বাবা শাব্বির আলম কুল্টি থানার বড়কর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে ছেলে হত্যার জন্য তিন জনের নাম ছিল। এদের মধ্যে বরাকরের বাসিন্দা বান্টি মজুমদার এবং রাকেশ শর্মাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু মুকেশ শর্মা নামের এক ব্যাক্তি এখনও পলাতক। ধৃত দুজনকেই আসানসোল আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল। কিন্তু বিচারক ৭ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন।

পরিবারের তরফে অভিযোগ, শাহবাজকে তার বন্ধুরা নবীনগরের বাসা থেকে বরাকর পেট্রোল পাম্পের কাছে একটি খালি বাড়িতে নিয়ে যায়। মৃত যুবকের বাবা শাব্বির আলম অভিযোগ করেন যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।  পুলিশ সূত্র জানায়, তদন্তের স্বার্থে এবং মুকেশ শর্মাকে খুঁজে বের করার জন্য বান্টি মজুমদার এবং রাকেশ শর্মাকে রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের অনুমান ড্রাগসের কারনে বন্ধুদের সাথে ঝগড়ার সূত্রপাত হয়। আর এই কারণে তাকে হত্যা করা হয়েছে।