পানীয় জল প্রকল্পের উদ্বোধন
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জৌগ্রাম গ্রামপঞ্চায়তের নুড়ির মোড় সংলগ্ন এলাকায় জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হলো বুধবার। উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি ও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। সঙ্গে ছিলেন পঞ্চায়েত প্রধান অসীমা পাখিরা ও ওই এলাকার পঞ্চায়েত সদস্য মৃদুল কান্তি মন্ডল।
প্রকল্পটি ১৫ সি এফ সি থেকে ২০২০-২১ বর্ষে তৈরি করা হলো। প্রকল্পটিতে খরচ হয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার টাকা। স্টেশনসংলগ্ন নুড়িরমোড় জনবহুল এই জায়গায় এই প্রকল্পটি খুবই উপযোগী হবে। এলাকার মানুষ এই ঠান্ডা পানীয় জলের প্রকল্প পেয়ে খুবই খুশি।