Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নাবালিকাকে ধর্ষণ মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ


 

নাবালিকাকে ধর্ষণ মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ 


কাজল মিত্র, আসানসোল : এক নাবালিকাকে মাসের পর মাস ধরে ধর্ষণ করার ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন  কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোল সেকেন্ড জজ ও পকসো আদালত। পাশাপাশি এই ঘটনায় সরকারি আইনজীবী বিচারকের কাছে ওই নাবালিকার হয়ে ক্ষতিপূরণের আবেদন জানালে নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করে আদালত । যদিও অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন তাকে ফাঁসানো হয়েছে। 

উল্লেখ্য ২০১৮ সালের ২১ ডিসেম্বর ওই নাবালিকার বাড়িতে কেউ না থাকা অবস্থায় ওই নাবালিকাকে শ্লীতাহানির অভিযোগ ওঠে আসানসোল উত্তর থানার বাসিন্দা কিরণ হাজার বিরুদ্ধে । পরে ওই নাবালিকাকে তার মা জিজ্ঞাসা করলে সে জানায় গত এক বছর ধরে কিরণ হাজরা নামের ওই ব্যক্তি তাকে  কখনো চকলেট কখনো টাকার প্রলোভন দিয়ে এলাকার বিভিন্ন জঙ্গলপূর্ণ এলাকায় , বা কমিউনিটি হলে নিয়ে গিয়ে তাকে বার বার ধর্ষণ করে । এরপরে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে কিরন হাজরার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় । পরে আসানসোল উত্তর থানার পুলিশ অভিযুক্ত কিরন হাজরাকে গ্রেফতার করে, এবং তার বিরুদ্ধে পকসো মামলা দায়ের করা হয়।আসানসোল আদালতে দীর্ঘ প্রায় দু'বছর ধরে মামলা চলার পর ২৯ সেপ্টেম্বর আসানসোল সেকেন্ড জজ ও পকসো আদালত অভিযুক্ত কিরন হাজরাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

 সরকারি পক্ষের আইনজীবী  তাপস উকিল  জানিয়েছেন এদিন আসানসোল আদালতের সেকেন্ড জজ ও পকসো আদালতের বিচারক শরণ্য সেন প্রসাদ অভিযুক্ত কিরণ হাজরাকে সব দিক বিচার করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । পাশাপাশি দুস্থ পরিবারের ওই নাবালিকা যাতে ক্ষতিপূরণ পান তার জন্য আবেদন জানানো হলে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের মঞ্জুর করেন। এই ক্ষতিপূরণের টাকা দেবে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি।