Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জেলা পরিষদের তৎপরতা


 

গ্রামীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জেলা পরিষদের তৎপরতা 


কাজল মিত্র, সালানপুর : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে  গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার একের পর এক উল্লেখযোগ্য প্রকল্প হাতে নিয়েছে। গত সাত বছরে গ্রামীণ ও শহরাঞ্চলে কয়েক হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। সালানপুর ব্লকের  প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চলের প্রায় প্রতিটি রাস্তাই এখন পাকা হয়েছে। যে সকল রাস্তা এখনো বাকি রয়েছে সে রাস্তাগুলিও দ্রুত তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবলস ও আছড়া পঞ্চায়েতের অন্তর্গত হিন্দুস্তান কেবলস গেস্ট হাউস থেকে নয়াবস্তি পর্যন্ত প্রায় 900 মিটার পাকা রাস্তার সংস্কারের সূচনা করলেন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়। 

২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮২ টাকা ব্যায়ে এই রাস্তা সংস্কার করা হবে। জানা যায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের তহবিল থেকেই এই টাকা খরচ করা হবে। এই  অনুষ্ঠানে বিধায়ক জানান, এই রাস্তা হওয়ায় এলাকার কয়েক হাজার মানুষের সুবিধা হবে। পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যে যে সামান্য পরিমাণ রাস্তা পাকা হতে বাকি আছে, তা খুব শীঘ্রই হয়ে যাবে বলেও আশ্বাস দেন বিধায়ক। 

তাছাড়া বিধানসভা এলাকায় রাস্তা-ঘাট, পানীয় জল, রাস্তায় বাতি সবই  হয়েছে। যেখানে এখনো বাকি আছে তা খুবই জলদি কাজ শুরু হবে কেবল মাত্র লকডাউনের ফলে অনেক কাজ আটকে রয়েছে তা খুব শীঘ্রই সম্পুর্ন করা হবে। এছাড়া রূপনরায়নপুর ডাবর মোড় থেকে রাঁচি মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটিও সংস্কার করা হবে   কেবলস গেট থেকে রাঁচি মোড় পর্যন্ত যে কটি রাস্তা বাতি রয়েছে সেগুলিও দ্রুত লাগানোর কাজ হবে বলে জানিয়েছেন বিধায়ক। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান রং, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সালানপুর ব্লক তৃণমূলের সাধারন সম্পাদক ভোলা সিং, আছড়া পঞ্চায়েত প্রধান কল্পনা তাঁতী, উপপ্রধান হরেরাম তেওয়ারী, হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন, মিঠুম মন্ডল, সাগর কুন্ডু সহ আরো অনেকে।