Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পুরসভা ও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে  তৃণমূলের সাংগঠনিক সভা


 

পুরসভা ও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে  তৃণমূলের সাংগঠনিক সভা 



কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায় পুরসভা ও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আসানসোলের রবীন্দ্রভবনে তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। রবিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের উদ্যোগে এই সভা করা হয়েছে। এদিনের সভায় আসানসোল ও দুর্গাপুর পৌরনিগম এবং পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। আগামী দিনে সকলকেই মানুষের সুবিধার্থের জন্য একসাথে মিলে কাজ করতে হবে। এদিনের সাংগঠনিক বৈঠকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, আইএনটিটিইউসি'র জেলা সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, তৃণমূলের আসানসোল পুর এলাকার কনভেনার ভি শিবদাসন দাসু, দুর্গাপুরের বিধায়ক প্রদীপ মজুমদার, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় বলেন, এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত স্তরের টিএমসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এই সময়ে, ভবিষ্যতে কীভাবে জেলায় তৃণমূলকে  আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে সকলকে একজোট হতে হবে ।২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে কর্মীরা সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করেনি তা সকলেরই জানা তবে এবার সকলকে পুরো সক্রিয়তার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, বারাবনীতে তাঁর পরিচয় বিধায়ক হিসেবে নয়, বাড়ির ছেলে হিসেবে। তিনি যেভাবে সকলের কাছে ঘরের ছেলে হয়ে সবার পাশে গিয়ে দাঁড়ান। সকলকে নিচুস্তরের কর্মীদের  সাথে নিয়ে চলতে হবে তাছাড়া পঞ্চায়েত স্তর থেকেই আসল সংগঠন তৈরি হয় তাই সকল কর্মীদের সাথে হাসি মুখে ভাল ব্যবহার করতে হবে। দলে কেউ ছোট বা বড় নয়। দলকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।