Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুরসভা ও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে  তৃণমূলের সাংগঠনিক সভা


 

পুরসভা ও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে  তৃণমূলের সাংগঠনিক সভা 



কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায় পুরসভা ও পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আসানসোলের রবীন্দ্রভবনে তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। রবিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের উদ্যোগে এই সভা করা হয়েছে। এদিনের সভায় আসানসোল ও দুর্গাপুর পৌরনিগম এবং পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। আগামী দিনে সকলকেই মানুষের সুবিধার্থের জন্য একসাথে মিলে কাজ করতে হবে। এদিনের সাংগঠনিক বৈঠকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, আইএনটিটিইউসি'র জেলা সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, তৃণমূলের আসানসোল পুর এলাকার কনভেনার ভি শিবদাসন দাসু, দুর্গাপুরের বিধায়ক প্রদীপ মজুমদার, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় বলেন, এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত স্তরের টিএমসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 এই সময়ে, ভবিষ্যতে কীভাবে জেলায় তৃণমূলকে  আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে সকলকে একজোট হতে হবে ।২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে কর্মীরা সম্পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করেনি তা সকলেরই জানা তবে এবার সকলকে পুরো সক্রিয়তার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, বারাবনীতে তাঁর পরিচয় বিধায়ক হিসেবে নয়, বাড়ির ছেলে হিসেবে। তিনি যেভাবে সকলের কাছে ঘরের ছেলে হয়ে সবার পাশে গিয়ে দাঁড়ান। সকলকে নিচুস্তরের কর্মীদের  সাথে নিয়ে চলতে হবে তাছাড়া পঞ্চায়েত স্তর থেকেই আসল সংগঠন তৈরি হয় তাই সকল কর্মীদের সাথে হাসি মুখে ভাল ব্যবহার করতে হবে। দলে কেউ ছোট বা বড় নয়। দলকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।