Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান শহরে এই প্রথম আয়োজিত হচ্ছে অ্যামেচার যাত্রা উৎসব


 

বর্ধমান শহরে এই প্রথম আয়োজিত হচ্ছে অ্যামেচার যাত্রা উৎসব 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার একটি সামজ-সংস্কৃতিমূলক সংগঠন 'বর্ধমান ওয়েভ'। ২০১২-১৩ সাল থেকে  নিরন্তর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে  যুক্ত এই স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা ও লকডাউন পরিস্থিতিতেও বর্ধমান ওয়েভ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এবার বাংলার হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি পুনরুদ্ধারের লক্ষ্যে দু'দিনের অ্যামেচার যাত্রা উৎসবের আয়োজন করছে। মঙ্গলবার বর্ধমান কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন, বর্ধমান ওয়েভ এর সভাপতি পার্থ চৌধুরী ও সম্পাদক অনির্বাণ হাজরা।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা বলেন, লকডাউন পর্বে অন্যান্য সবকিছুর সঙ্গে প্রভাব পড়েছে মঞ্চে। দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় সিনেমা, নাটক, যাত্রা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ড থমকে গিয়েছে।  গ্রাম বাংলার অপেশাদার  যাত্রা শিল্পও এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত। অপেশাদার যাত্রার চর্চাও দিনদিন কমে আসছে। এই সঙ্কটময় পরিস্থিতিতে অ্যামেচার যাত্রাকে উৎসাহ দেওয়া ও গ্রামবাংলার প্রাচীন এই ধারাটির প্রসারের জন্য আমরা আয়োজন করছি ' অ্যামেচার যাত্রা  উৎসব'। জেলায় অ্যামেচার বা অপেশাদার  যাত্রাকে নিয়ে উৎসব এই প্রথম। প্রথম বছরের এই উৎসবে থাকছে শহরের দুটি যাত্রাদলের দুটি  যাত্রাপালা। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এই যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর থাকছে শিল্পী সমন্বয়ের যাত্রাপালা 'প্রতিক্ষা একটু ভালোবাসার'। ২৬ তারিখ থাকছে নবনাট্য আন্দোলন গ্রুপের যাত্রাপালা  'মেঘলা আকাশ'।  

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তা  এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করছে বর্ধমান ওয়েভ। উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট যাত্রাশিল্পী গৌরি সিংহ। উৎসবটি শহরের দুই জনপ্রিয় যাত্রাশিল্পী প্রয়াত রাখাল সিংহ ও শম্ভু বাগের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে।  এই কর্মযজ্ঞে  প্রত্যক্ষভাবে সাহায্য করছে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি এবং বোরহাট অরিত্র নাট্যসংস্থা।

প্রতিদিন বিকাল ৫টায় যাত্রা শুরু হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক নীলেন্দু সেনগুপ্ত, বিশিষ্ট সঞ্চালক ও বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, সাংবাদিক উদিত সিংহ প্রমুখ।