প্রয়াত জনদরদী চিকিৎসক
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রয়াত হয়েছেন কালনার জনদরদী চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী। শনিবার সকাল ৮ টা ১০ মিনিটে কলকাতার আর এন টেগোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। জানা গেছে, গৌরাঙ্গ বাবু নিমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৬ আগস্ট কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুতে কালনা শহরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গৌরাঙ্গ গোস্বামী ছিলেন প্রকৃত গরীবের চিকিৎসক। মাত্র পাঁচ টাকায় রোগী দেখতেন। অসহায় মানুষের কাছে সেটাও নিতেন না। কালনা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন গৌরাঙ্গ বাবুকে আজীবন জনদরদী চিকিৎসক হিসেবেই মনে রাখবেন।
কলকাতায় মেডিকেল কলেজে পড়ার সময় গৌরাঙ্গ গোস্বামী বাম ছাত্র রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। পরে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর সদস্য পদ লাভ করেন। আন্তরিক ভাবে চিকিৎসা পরিষেবা প্রদানের সঙ্গে রাজনীতিটাও হৃদয় থেকে ভালোবেসে করতেন। সিপিআইএম এর কালনা শহর জোনাল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে কালনা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত কালনা পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন। এহেন একজন মানুষের মৃত্যুতে সিপিএম পার্টি হারালো একজন দক্ষ রাজনীতিকে।