Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রয়াত জনদরদী চিকিৎসক


 

প্রয়াত জনদরদী চিকিৎসক


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রয়াত হয়েছেন কালনার জনদরদী চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী। শনিবার সকাল ৮ টা ১০ মিনিটে কলকাতার আর এন টেগোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। জানা গেছে, গৌরাঙ্গ বাবু নিমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৬ আগস্ট কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর মৃত্যুতে কালনা শহরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গৌরাঙ্গ গোস্বামী ছিলেন প্রকৃত গরীবের চিকিৎসক। মাত্র পাঁচ টাকায় রোগী দেখতেন। অসহায় মানুষের কাছে সেটাও নিতেন না। কালনা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন গৌরাঙ্গ বাবুকে আজীবন জনদরদী চিকিৎসক হিসেবেই মনে রাখবেন।

কলকাতায় মেডিকেল কলেজে পড়ার সময় গৌরাঙ্গ গোস্বামী বাম ছাত্র রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। পরে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর সদস্য পদ লাভ করেন। আন্তরিক ভাবে চিকিৎসা পরিষেবা প্রদানের সঙ্গে রাজনীতিটাও হৃদয় থেকে ভালোবেসে করতেন। সিপিআইএম এর কালনা শহর জোনাল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে কালনা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত কালনা পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন। এহেন একজন মানুষের মৃত্যুতে সিপিএম পার্টি হারালো একজন দক্ষ রাজনীতিকে।