দুয়ারে সরকার ক্যাম্পে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে জৌগ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের অস্থায়ী ক্যাম্প করা হলো জৌগ্রাম হাই স্কুলে। বুধবার সকাল থেকেই সেখানে এই ক্যাম্পে পরিষেবা নেওয়ার জন্য মানুষের লাইন পড়ে যায় বিভিন্ন কাউন্টারে। এই ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক অলোক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তাঁরা প্রতিটি কাউন্টার ঘুরে দেখেন সাধারণ মানুষ ও আধিকারিকদের সাথে কথা বলেন। বেশ কয়েকজনের হাতে জমির পর্চা ও সামাজিক সুরক্ষা যোজনার কার্ড তুলে দেন। সত্যিই দুয়ারে অর্থাৎ নিজের বাড়ির কাছে এই সরকারি পরিষেবা পেয়ে সাধারণ মানুষ খুব খুশি। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন। লক্ষ্মীভান্ডারের মত প্রকল্প পেয়ে মহিলারাও খুব খুশি।