চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন


 

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতে দুয়ারে সরকারের  ক্যাম্প হলো দাদপুর খেলার মাঠে। এখানকার গ্রামগুলো থেকে পঞ্চায়েতের দূরত্ব অনেকটাই। তাইতো সাধারণ মানুষের কথা ভেবেই হয়তো বাংলার মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার এই প্রকল্পটি চালু করেছেন। মঙ্গলবার সকাল থেকেই দুয়ারে সরকারের এই অস্থায়ী ক্যাম্পে পরিষেবা নেওয়ার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়। স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন কাউন্টারে মানুষের লাইন দেখা যায়।আজকের ক্যাম্প পরিদর্শন করেন বিধায়ক অলোক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তাঁদের সাথে ছিলেন ওই অঞ্চলের প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকড়ে ও সঞ্চালক জয়দেব দাস সহ অন্যান্যরা। দুয়ারে সরকারে প্রতিটি পঞ্চায়েতের প্রতিটি ক্যাম্পে মানুষের উপস্থিতি যেমন চোখে পড়ছে ঠিক তেমনি তারা প্রত্যেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসাও করছেন। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডারে আবেদনকারী মহিলারা। আজকের এই ক্যাম্প থেকে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি কয়েকজনের হাতে সামাজিক সুরক্ষা যোজনার কার্ড ও পর্চা তুলে দেন।