অবিরাম বর্ষণে আসানসোল শিল্পাঞ্চলের বিস্তৃর্ণ এলাকার মানুষজন দুর্ভোগে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

অবিরাম বর্ষণে আসানসোল শিল্পাঞ্চলের বিস্তৃর্ণ এলাকার মানুষজন দুর্ভোগে


 

অবিরাম বর্ষণে আসানসোল শিল্পাঞ্চলের বিস্তৃর্ণ এলাকার মানুষজন দুর্ভোগে 


কাজল মিত্র, আসানসোল : নিম্নচাপের জেরে অবিরাম বর্ষণে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের জনজীবন বিপর্যস্ত । বুধবারের টানা বর্ষণে মানুষের দুর্ভোগ বেড়েছে। বৃহস্পতিবার আসানসোলের রেল পাড় এবং রেল পার হওয়ার পথে রেল টানেল ও ঘাঘর বুড়ি মাতা মন্দির জলের তলার পাশাপাশি ২নম্বর জাতীয় সড়কে জল জমে যাওয়ার ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়।

 আসানসোলের পাশাপাশি বার্নপুর শাস্ত্রী নগর,শান্তি নগর ও ইসমাইল, শ্মশান কালি মন্দির, কালি পাহাড়ি অঞ্চলের বেশ কিছু জায়গা জলের তলায়। এক ব্যাক্তি জানান ৪০ বছর আগে এই ধরনের বৃষ্টি হয়েছিল। সেই সমেয়ে এইভাবেই সব জায়গা জলে ডুবে গিয়েছিল। 

ঘাঘর বুড়ি মন্দিরের এক দোকানি জানান, টানা বর্ষণে দোকান ডুবে গিয়েছে,তাদের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব জল নামিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। এইটাই সরকারের কাছে আবেদন।  পাশাপাশি ঘাঘর বুড়ি মন্দির সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়ক জল জমার ফলে ভারী যানবাহন আটকে পড়েছে। অন্যদিকে আসানসোলের রেল পাড়ে ও রেল টানেলে জল জমার ফলে ছোট গাড়ি পারাপার করতে গিয়ে বিপাকে পড়তে হয়। তবে এককথায় বলা যায় টানা বর্ষণের কারণে জনজীবন ব্যাহত আসানসোল শিল্পাঞ্চলে।


Post a Comment

0 Comments