Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অবিরাম বর্ষণে আসানসোল শিল্পাঞ্চলের বিস্তৃর্ণ এলাকার মানুষজন দুর্ভোগে


 

অবিরাম বর্ষণে আসানসোল শিল্পাঞ্চলের বিস্তৃর্ণ এলাকার মানুষজন দুর্ভোগে 


কাজল মিত্র, আসানসোল : নিম্নচাপের জেরে অবিরাম বর্ষণে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের জনজীবন বিপর্যস্ত । বুধবারের টানা বর্ষণে মানুষের দুর্ভোগ বেড়েছে। বৃহস্পতিবার আসানসোলের রেল পাড় এবং রেল পার হওয়ার পথে রেল টানেল ও ঘাঘর বুড়ি মাতা মন্দির জলের তলার পাশাপাশি ২নম্বর জাতীয় সড়কে জল জমে যাওয়ার ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়।

 আসানসোলের পাশাপাশি বার্নপুর শাস্ত্রী নগর,শান্তি নগর ও ইসমাইল, শ্মশান কালি মন্দির, কালি পাহাড়ি অঞ্চলের বেশ কিছু জায়গা জলের তলায়। এক ব্যাক্তি জানান ৪০ বছর আগে এই ধরনের বৃষ্টি হয়েছিল। সেই সমেয়ে এইভাবেই সব জায়গা জলে ডুবে গিয়েছিল। 

ঘাঘর বুড়ি মন্দিরের এক দোকানি জানান, টানা বর্ষণে দোকান ডুবে গিয়েছে,তাদের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব জল নামিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। এইটাই সরকারের কাছে আবেদন।  পাশাপাশি ঘাঘর বুড়ি মন্দির সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়ক জল জমার ফলে ভারী যানবাহন আটকে পড়েছে। অন্যদিকে আসানসোলের রেল পাড়ে ও রেল টানেলে জল জমার ফলে ছোট গাড়ি পারাপার করতে গিয়ে বিপাকে পড়তে হয়। তবে এককথায় বলা যায় টানা বর্ষণের কারণে জনজীবন ব্যাহত আসানসোল শিল্পাঞ্চলে।