ধ্বসে একাধিক বাড়িতে ফাটল, এলাকা পরিদর্শন করলেন পুর প্রশাসক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ধ্বসে একাধিক বাড়িতে ফাটল, এলাকা পরিদর্শন করলেন পুর প্রশাসক


 

ধ্বসে একাধিক বাড়িতে ফাটল, এলাকা পরিদর্শন করলেন পুর প্রশাসক 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কালাপাহাড়ির ঘুষিক এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এই ধসের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এমনকি বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনার পর সোমবার খতিগ্রস্থ বাড়ির মানুষেরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।জানা গিয়েছে, ইসিএলের শ্রীপুর এরিয়ার ঘুষিক ৩ নং কয়লাখনি সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ হয়। এরপর দেখা যায় একাধিক বাড়িতে ফাটল ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এমনকি এলাকার যাতায়াতের রাস্তাতেও ফাটল দেখা দিয়েছে। এই ঘটনার পর এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে। তাই তড়িঘড়ি ক্ষতিগ্রস্থ বাড়ির মানুষেরা বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকার মানুষদের দাবি অবিলম্বে তাদেরকে পুর্ণবাসন দিতে হবে।

 ঘটনার পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী। সোমবার তিনি ওই এলাকায় গিয়ে পুরো ধ্বস কবলিত এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন। এদিন পরিদর্শনের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান,  এলাকার মানুষেরা যাতে পূর্ণবাসন পায় তারজন্য ইসিএলের আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন। এদিন এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী বলেন,  তিনি খবর পেয়েই ছুটে আসেন, তিনি এসে দেখেন এই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। এব্যাপারে তিনি বলেন, ইসিএল কতৃপক্ষ  এইসকল পরিবারদের ক্ষতিপূরণ এর ব্যবস্থা করুক। তাছাড়া আমরাও পাশে রয়েছি। কবে কতদিন আগে সিপিএম আমলে ইসিএল কতৃপক্ষ এডিডিএ কে টাকা দিয়েছে সেকথা এখন বললে হবেনা এখন ওই ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে থাকতে হবে। তাদের তরফে এখনো পর্যন্ত কাউকে দেখা যায়নি তাই আমরা ছুটে এসেছি কারন আমাদের নেত্রী মমতা ব্যানার্জী সকলের অসুবিধায় পাশে থাকেন। তাদের পক্ষ থেকে ইসিএল আধিকারিক ও কতৃপক্ষ এর সাথে কথা বলা হচ্ছে যাতে দ্রুত ওই পরিবার গুলির ব্যবস্থা করা যায়।

Post a Comment

0 Comments