Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ধ্বসে একাধিক বাড়িতে ফাটল, এলাকা পরিদর্শন করলেন পুর প্রশাসক


 

ধ্বসে একাধিক বাড়িতে ফাটল, এলাকা পরিদর্শন করলেন পুর প্রশাসক 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কালাপাহাড়ির ঘুষিক এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এই ধসের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এমনকি বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনার পর সোমবার খতিগ্রস্থ বাড়ির মানুষেরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।জানা গিয়েছে, ইসিএলের শ্রীপুর এরিয়ার ঘুষিক ৩ নং কয়লাখনি সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ হয়। এরপর দেখা যায় একাধিক বাড়িতে ফাটল ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এমনকি এলাকার যাতায়াতের রাস্তাতেও ফাটল দেখা দিয়েছে। এই ঘটনার পর এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে। তাই তড়িঘড়ি ক্ষতিগ্রস্থ বাড়ির মানুষেরা বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকার মানুষদের দাবি অবিলম্বে তাদেরকে পুর্ণবাসন দিতে হবে।

 ঘটনার পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আসেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী। সোমবার তিনি ওই এলাকায় গিয়ে পুরো ধ্বস কবলিত এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন। এদিন পরিদর্শনের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান,  এলাকার মানুষেরা যাতে পূর্ণবাসন পায় তারজন্য ইসিএলের আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন। এদিন এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী বলেন,  তিনি খবর পেয়েই ছুটে আসেন, তিনি এসে দেখেন এই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। এব্যাপারে তিনি বলেন, ইসিএল কতৃপক্ষ  এইসকল পরিবারদের ক্ষতিপূরণ এর ব্যবস্থা করুক। তাছাড়া আমরাও পাশে রয়েছি। কবে কতদিন আগে সিপিএম আমলে ইসিএল কতৃপক্ষ এডিডিএ কে টাকা দিয়েছে সেকথা এখন বললে হবেনা এখন ওই ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে থাকতে হবে। তাদের তরফে এখনো পর্যন্ত কাউকে দেখা যায়নি তাই আমরা ছুটে এসেছি কারন আমাদের নেত্রী মমতা ব্যানার্জী সকলের অসুবিধায় পাশে থাকেন। তাদের পক্ষ থেকে ইসিএল আধিকারিক ও কতৃপক্ষ এর সাথে কথা বলা হচ্ছে যাতে দ্রুত ওই পরিবার গুলির ব্যবস্থা করা যায়।