বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার - কে সম্মাননা
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতির পদে এলেন অরুণ গোলদার। ইতিপূর্বে তিনি সহ-সভাপতি'র পদে ছিলেন। উল্লেখ্য গত ২ আগস্ট বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত প্রয়াত হন। এরপর একমাসের কিছু বেশি সময় সভাপতি বিহীন অবস্থায় ছিল বর্ধমান ২ পঞ্চায়েত সমিতি। বর্তমানে সভাপতি'র পদের দায়িত্বভার দেওয়া হল অরুণ গোলদার - কে।
বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে সদ্য দায়িত্বপ্রাপ্ত বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার - কে সম্মাননা জ্ঞাপন করলেন সংঘের সম্পাদক পার্থ ঘোষ ও যুগ্ম সহ সম্পাদক শুভব্রত দাস।
0 Comments