Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদারদের সভা


 

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদারদের সভা


অর্ঘ্য ব্যানার্জী, গাংপুর : অল বাংলা পি এইচ ঈ কন্ট্রাক্টর অ্যাসোশিয়েশন এ্যান্ড বর্ধমান ইউনিট এর একটি সভা অনুষ্ঠিত হয় গাংপুরে। শুক্রবার বর্ধমান ২ নম্বর ব্লকের গাংপুরে গোধূলিবেলা অনুষ্ঠান বাড়িতে আয়োজিত সভায় বর্ধমান, হুগলি, হাওড়া, বারাসাত, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, বীরভূম, দীঘা এই তেরোটি জোনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা অংশ নেন।

 মূলত তাদের দাবি দাওয়া নিয়েই আলোচনা হয়। পিএইচ ঈ কন্ট্রাক্টারদের বক্তব্য সমস্ত জিনিসপত্র দাম বেড়েছে। যেমন - রড, বালি, সিমেন্ট ও আনুষঙ্গিক জিনিস পত্রের দাম অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে তাদের পুরনো রেটে কাজ করতে গিয়ে লোকসানে পড়তে হচ্ছে। এই অবস্থায় তাদের আবদার রাজ্য সরকার বিষয়টি সহৃদয়তার সঙ্গে বিবেচনা করলে বহু ঠিকাদার সংকট থেকে উত্তরণের পথ খুঁজে পাবে।