Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বড়শুল কিশোর সংঘের মানবিক উদ্যোগ


 

বড়শুল কিশোর সংঘের মানবিক উদ্যোগ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  পূর্ব বর্ধমান জেলার সমাজ সেবার অঙ্গনে বড়শুল কিশোর সংঘ যে একটি উল্লেখযোগ্য নাম ফের তার প্রমান পাওয়া গেল। নেগেটিভ গ্রুপের রক্ত না পেয়ে সদ্যোজাত এক শিশুর জীবন সংশয় অবস্থা। খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় রীতিমতো ঝাঁপিয়ে পড়েন বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ। শেষ পর্যন্ত কালনা সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত সংগ্রহ করে পৌঁছে দেন। 

ঘটনার বিবরণে জানা যায়, বড়শুল এলাকারই দুদিনের সদ্যোজাত ভূমিষ্ট হওয়া একটি শিশু কন্যার A নেগেটিভ রক্তের প্রয়োজন। জরুরি ভিত্তিতে শিশু কন্যাটিকে আজকের মধ্যেই রক্ত দিতে হবে। বর্ধমানের কোনো ব্লাড ব্যাঙ্কে এই গ্রুপের রক্ত পাওয়া যায়নি। A নেগেটিভ গ্রুপ যার আছে এরকম কোনো সহৃদয় -মানবিক ব্যক্তি নিজে স্বেচ্ছায় রক্তদান করে শিশুটির প্রান বাঁচাতে এগিয়ে আসেন তার জন্য কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ বিভিন্ন জায়গায় ফোন করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে আবেদন রাখেন।

বড়শুল কিশোর সংঘের আপৎকালীন তৎপরতা ও উদ্যোগে এবং ফেডারেশন অফ ব্লাড ডোনারস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় কালনা মহকুমা হাসপাতাল থেকে বড়শুল এলাকারই দুদিনের সদ্যোজাত ভূমিষ্ট হওয়া একটি শিশু কন্যার A নেগেটিভ এক ইউনিট রক্ত পাওয়া যায়। 

পার্থ বাবু বলেন, যে সমস্ত সহৃদয় ও মানবিক ব্যক্তিগন ফেসবুক ও হোয়াটসআপ গ্রুপ থেকে অবগত হয়ে ফোন করে স্বেচ্ছায় রক্তদান করার জন্য যোগাযোগ করেছেন তাদেরকেও বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ জানাই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ও কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।