দুয়ারে সরকার তদারকিতে পঞ্চায়েত সমিতির সভাপতি

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

দুয়ারে সরকার তদারকিতে পঞ্চায়েত সমিতির সভাপতি

 



দুয়ারে সরকার তদারকিতে পঞ্চায়েত সমিতির সভাপতি


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পাড়াতল -২ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকারের ক্যাম্প হলো আজ বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠে। বিভিন্ন সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছেন। গ্রামের বা এলাকার মানুষ পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির অফিসের বদলে নিজেদের এলাকাতেই এই পরিষেবা তাঁরা নিচ্ছেন। এক একটি প্রকল্পের জন্য এক একটি কাউন্টার করা হয়। যেমন স্বাস্থ্যসাথী কার্ড, এস সি, এস টি কার্ড, জয় জোহার, ঐক্যশ্রী, রূপশ্রী, লক্ষ্মীভান্ডার, জমির মিউটেশন প্রভৃতি প্রকল্পের জন্যই আলাদা কাউন্টার করা হয়। প্রতিটি কাউন্টারেই মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে এই পরিষেবা নিতে দেখা যায়।

 আবেদন করার সাথে সাথেই এই ক্যাম্প থেকেই তাদের পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার এই ক্যাম্প পরিদর্শন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তাঁর সাথে ছিলেন ওই পঞ্চায়েতের প্রধান মাবিয়া বেগম ও সঞ্চালক আনোয়ার সরকার সহ অন্যান্যরা। মেহেমুদ খান আলাদা করে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা মেটাবার ব্যবস্থা করেন। দুটি বিদ্যালয়ের শিক্ষকরাই এদিনের ক্যাম্পে উপস্থিত থেকে সাধারণ মানুষদের সাহায্য করেন। প্রসঙ্গত পঞ্চায়েত সমিতির সভাপতিকে কাছে পেয়ে এম এস কে'র শিক্ষক বসরত আলী তাঁর স্কুলের মিড ডে মিলের ঘরের চালটি ভেঙে গেছে দেখিয়ে সাহায্য প্রার্থনা করেন। তিনি এই কথা শুনে সাথে সাথেই ১০০০০ টাকা এসবেষ্টর লাগানোর জন্য পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে দেবার প্রতিশ্রুতি দেন। মোটের উপর দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা পেয়ে এলাকার মানুষ খুব খুশি বিশেষত মহিলারা।



Post a Comment

0 Comments