অক্টোবর মাসেও পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধ থাকছে, পুজোর ১১ দিন নাইট কার্ফুতে ছাড়

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

অক্টোবর মাসেও পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধ থাকছে, পুজোর ১১ দিন নাইট কার্ফুতে ছাড়


 

অক্টোবর মাসেও পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধ থাকছে, পুজোর ১১ দিন নাইট কার্ফুতে ছাড়


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়লো আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধ যেমন বলবৎ ছিল তেমনটাই থাকবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। 


রাজ্র মুখ্য সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ যেন করো না বিধি নিষেধ পালন নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নেয়। তবে দুর্গাপূজার সময় ১০ থেকে ২০ অক্টোবর কোন নাইট কারফিউ থাকবেনা পশ্চিমবঙ্গে। এমনটাই জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। তবে নাইট কারফিউ না থাকলেও এই সময়ে শারীরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য বিধিনিষেধ নিয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর কটা দিন বাদ দিয়ে গোটা অক্টোবর মাসে রাত ১১ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত কড়াভাবে নাইট কার্ফু জারি থাকবে।


Post a Comment

0 Comments