Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উৎকণ্ঠার অবসান, ফিরে এলো শুভজিৎ

 শুভজিৎ ফিরে আসার পর বাবার সঙ্গে বর্ধমান থানায়


উৎকণ্ঠার অবসান, ফিরে এলো শুভজিৎ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সোশ্যাল মিডিয়া যে এখন প্রচারের একটা বড় শক্তিশালী হাতিয়ার সেকথা আর বলার অপেক্ষা রাখে না। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র শুভজিৎ ঘোষ বাড়িতে বাবা-মা এর উপর রাগ করে পড়তে যাবার অজুহাতে পালিয়ে যায়। শনিবার নিখোঁজ হওয়ার পর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের দৌলতে বর্ধমান থানার পুলিশ শুভজিৎ-কে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। শুভজিৎ বর্তমানে সুস্থ আছে। এখন থানায় রয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই শুভজিৎ এর বাবা স্বপন ঘোষের হাতে তুলে দেওয়া হবে।

ঘটনার বিবরণে প্রকাশ শনিবার বিকালে মা বাবার উপর রাগ করে নিরুদ্দেশ হয়েছিল। যাওয়ার সময় বন্ধুদের বলে গেছে সে নাকি হাওড়া যাবে। এরপর বাড়ি থেকে থানায় জানানো হয়। কিন্তু রবিবার পর্যন্ত তার কোনো খবর না পেয়ে শুভজিৎ এর বাংলা বিষয়ের শিক্ষক বিশ্বরূপ দাস তাঁর ছাত্রের সম্পর্কে ঘটনার বিবরণ উল্লেখ করে ফেসবুকে একটি পোষ্ট করেন। ফেসবুকের সেই লিঙ্ক দু'একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। বিশ্বরূপ বাবুর সেই পোষ্ট সমাজের বিভিন্ন স্তরের মানুষ একশোটিরও শেয়ার করেছেন। যারফলে সেই খবর জেলা, রাজ্য ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে। যার দৌলতেই পুলিশ হুগলি জেলার পান্ডুয়া থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে

ব্রিলিয়ান্ট ছাত্র শুভজিৎ ফিরে আসার খবরে খুশির হাওয়া বর্ধমান সহ নেটদুনিয়ায়। শুভজিৎ সুস্থ থাকুক, ভালো থাকুক। আগামী দিনগুলো ওর জীবনে সুন্দর হয়ে আসুক। ওর বাবা-মায়ের মুখের হাসি অমলিন থাকুক। সংবাদ প্রভাতী'র এটাই কামনা।