বিধায়ক সহ প্রশাসক ও সাংবাদিক সন্মানিত

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বিধায়ক সহ প্রশাসক ও সাংবাদিক সন্মানিত

 



বিধায়ক সহ প্রশাসক ও সাংবাদিক সন্মানিত 


রাধামাধব মণ্ডল, আউসগ্রাম 


করোনা যোদ্ধাদের সম্বর্ধনা জানালো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শনিবার গুসকরা ইটাচাঁদা শাখায় এক সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মান জানানো হয় আউসগ্রামের জনপ্রিয় বিধায়ক অভেদানন্দ থান্দার, আউশগ্রাম-১ ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায় এবং আনন্দবাজার পত্রিকার  সাংবাদিক প্রদীপ মুখোপাধ্যায়কে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যঙ্কের চিফ ম্যানেজার শশাঙ্ক শেখর ঝা, স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অংশুমান চক্রবর্তী, ক্যাশ অফিসার পীযুষ সাহারা। ব্যাঙ্কের নানা পরিসেবা এবং সাধারণ মানুষের জন্য আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় ওই অনুষ্ঠানে। এব্যাপারে গ্রাহকদের সহযোগিতার আশ্বাস দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

 আউসগ্রামের বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে জানান, রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প এনেছে। ওই সমস্ত প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন। সেকারণে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আরো বেশি করে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, তা দেখার জন্য অনুরোধ করেন। এবং যাতে তাঁরা দ্রুততার সঙ্গে নতুন অ্যাকাউন্ট গুলো খুলে দেন, তা হলে অনেক মানুষ উপকৃত হবে।" বিধায়ককে এবিষয়ে ব্যাঙ্কের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখবেন।


Post a Comment

0 Comments