Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার : লক্ষ্মীভান্ডারের কাউন্টারে দেবী লক্ষ্মীর আবির্ভাব


 

দুয়ারে সরকার : লক্ষ্মীভান্ডারের কাউন্টারে দেবী লক্ষ্মীর আবির্ভাব 


অতনু হাজরা, জামালপুর : দুয়ারে সরকার ক্যাম্পে  লক্ষ্মীভান্ডারের কাউন্টারে দেবী লক্ষ্মীর আবির্ভাব। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের অস্থায়ী ক্যাম্প অনুষ্ঠিত হলো সাদিপুর ডি এস এস হাই স্কুলে। সকাল থেকেই সরকারী আধিকারিকরা ক্যাম্পে উপস্থিত হয়ে যান। লক্ষ্মীবার সকাল থেকেই স্থানীয় মানুষজন ক্যাম্পের বিভিন্ন কাউন্টারে ভিড় জমান। দুটি নতুনত্ব জিনিস আজকের ক্যাম্পে চোখে পড়লো যা সত্যিই প্রশংসনীয়। কন্যাশ্রী মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে যারা লক্ষ্মীভান্ডারের ফর্ম ফিলাপ করতে পারছেন না তাদের  ফর্ম তারা নিজেরাই ফিলাপ করে দেয়। এছাড়াও প্রতীকীভাবে একজন ছাত্রীকে দেবী লক্ষ্মী সাজানো হয়। তাঁর কাছে লক্ষ্মীভান্ডারের ফর্ম ফিলাপ করে জমা দেন সাধারণ মানুষ।

 আজকের এই ক্যাম্প পরিদর্শনে যান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। ছিলেন প্রধান হাসনারা বেগম ও ওই অঞ্চলের বর্তমান প্রজন্মের তরুণ নেতা সাহাবুদ্দিন শেখ ওরফে দানি। মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীভান্ডার চালু করেছেন সে জন্য ক্যাম্পে আসা মহিলারা তাঁকে ধন্যবাদ জানান।