Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার : লক্ষ্মীভান্ডারের কাউন্টারে দেবী লক্ষ্মীর আবির্ভাব


 

দুয়ারে সরকার : লক্ষ্মীভান্ডারের কাউন্টারে দেবী লক্ষ্মীর আবির্ভাব 


অতনু হাজরা, জামালপুর : দুয়ারে সরকার ক্যাম্পে  লক্ষ্মীভান্ডারের কাউন্টারে দেবী লক্ষ্মীর আবির্ভাব। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের অস্থায়ী ক্যাম্প অনুষ্ঠিত হলো সাদিপুর ডি এস এস হাই স্কুলে। সকাল থেকেই সরকারী আধিকারিকরা ক্যাম্পে উপস্থিত হয়ে যান। লক্ষ্মীবার সকাল থেকেই স্থানীয় মানুষজন ক্যাম্পের বিভিন্ন কাউন্টারে ভিড় জমান। দুটি নতুনত্ব জিনিস আজকের ক্যাম্পে চোখে পড়লো যা সত্যিই প্রশংসনীয়। কন্যাশ্রী মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে যারা লক্ষ্মীভান্ডারের ফর্ম ফিলাপ করতে পারছেন না তাদের  ফর্ম তারা নিজেরাই ফিলাপ করে দেয়। এছাড়াও প্রতীকীভাবে একজন ছাত্রীকে দেবী লক্ষ্মী সাজানো হয়। তাঁর কাছে লক্ষ্মীভান্ডারের ফর্ম ফিলাপ করে জমা দেন সাধারণ মানুষ।

 আজকের এই ক্যাম্প পরিদর্শনে যান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক। ছিলেন প্রধান হাসনারা বেগম ও ওই অঞ্চলের বর্তমান প্রজন্মের তরুণ নেতা সাহাবুদ্দিন শেখ ওরফে দানি। মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীভান্ডার চালু করেছেন সে জন্য ক্যাম্পে আসা মহিলারা তাঁকে ধন্যবাদ জানান।