চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

আর এল আই সেন্টার পরিদর্শনে বিধায়ক


 

আর এল আই সেন্টার পরিদর্শনে বিধায়ক


অতনু হাজরা, জামালপুর : কদিনের অতিবৃষ্টির জেরে ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় পূর্ব বর্ধমানে দামোদর নদে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচড়া অঞ্চলের সারাংপুর, দাদপুর ও হাবাসপুরে আর এল আই সেন্টার আছে। এই পাম্পের সাহায্যে উপরিউক্ত গ্রামগুলিতে জল সেচের মাধ্যমে চাষ হয়।


 কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পাম্প সেন্টারটি নদী ভাঙনের মুখে পড়েছে। যদি কোনো কারণে এটি নষ্ট হয়ে যায় তাহলে ঐ তিনটি গ্রামের চাষের ব্যাপক ক্ষতি হবে। আজ সেই পাম্প সেন্টারটি পরিদর্শনে যান জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। সাথে সাথে তাঁরা নদী ভাঙ্গনও ঘুরে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন পাঁচড়া পঞ্চায়েত প্রধান লালু হেমব্রম ও কৃষি সঞ্চালক জয়দেব দাস।


পরিদর্শন করে বিধায়ক অলক কুমার মাঝি জানান পরিস্থিতি তারা দেখলেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মেহেমুদ খান সকলকে অযথা আতঙ্কিত হতে বারণ করেন। প্রশাসন সদা সতর্ক আছে। কারোর কোনো সমস্যা তাঁরা হতে দেবেন না। এলাকার মানুষকে তাঁদের সাথে যোগাযোগ রাখতে বলেন।তাঁরা সবসময়ই যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবেন।



Post a Comment

0 Comments