Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আকাশের পক্ষ থেকে 'বই তরণী' প্রকল্পের উদ্বোধন



 আকাশের পক্ষ থেকে 'বই তরণী' প্রকল্পের উদ্বোধন


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের একটি অনন্য ও ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন হলো 'আকাশ'। বছরের বিভিন্ন সময় তারা নানা ধরণের কাজ করে থাকে। কখনও সমাজের জন্য কখনওবা মানুষের জন্য। বিশেষ করে কোভিড পরিস্থিতিতে তারা যেভাবে করোনা রুগীদের অক্সিজেন পরিষেবার পাশাপাশি অন্যান্য সহযোগিতা যেভাবে করেছে তাতে করে তাদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আজ তারা একটি অভিনব কাজ করলো। 'বই তরণী' নামে একটি প্রকল্পের আজ শুভ উদ্বোধন করলো।

 বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এই সবেই বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। বই পড়া বিশেষ করে পাঠ্য বই ছাড়া অন্য কোনো বই বিশেষ করে গল্পের বই পড়ার সময় বা ইচ্ছা কারোরই নেই। সেই পরিস্থিতিতে এখনকার প্রজন্মকে বইমুখী করতে তারা একটি ভ্রাম্যমান লাইব্রেরির উদ্বোধন করলো জামালপুর ব্লক অফিসে। উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শক্তিপদ সাঁতরা সহ অন্যান্য গুণীজনেরা।

 সংগঠনের সভাপতি অয়ন চক্রবর্তী জানান, তাদের সংগঠনের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি জামালপুর ব্লকের বিভিন্ন গ্রামে নির্দিষ্ট দিন অন্তর ঘুরবে।আগ্রহীরা সেখান থেকে বই নিজেদের কাছে নিয়ে রেখেও পড়তে পারবে। সপ্তাহ অন্তে আবার গাড়িতে এসে ফেরত দিতে পারবে। তাদের এই পরিষেবার জন্য কোনো টাকা লাগবে না।

 এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এখানে প্রায় ৩০০ টি পাঠ্য বই, বিভিন্ন চাকরির পরীক্ষার সহযোগী বই সহ গল্পের বই থাকবে। ছেলে মেয়েদের বইমুখী করে তোলার জন্যই এই প্রচেষ্টা তাদের। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন, আকাশ স্বেচ্ছাসেবী সংগঠনটি সত্যিই জামালপুরে বিভিন্ন ধরণের সামাজিক কাজ করে চলেছে। আজ তারা যে কাজটি করলো তা সত্যিই প্রশংসারযোগ্য। আজকে তাদের এই কাজের জন্য রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক সুনীতি মুখোপাধ্যায় তাদের শুভেচ্ছা জানান।