রাখী পূর্ণিমায় বৃহন্নলাদের সম্বর্ধনা
ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : রাখী পূর্ণিমা উপলক্ষে রবিবার বর্ধমান শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাজেপ্রতাপপুর তৃণমূল সহায়তা কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বৃহন্নলাদের সম্বর্ধনা জানানো হলো। তৃণমূল কংগ্রেস নেতা তথা সমাজসেবী দেবপ্রসাদ গাঙ্গুলী'র উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মেহবুব রহমান, জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস, বর্ধমান পৌরসভার উপ পৌর প্রশাসক আইনুল হক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান, জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদার, শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, চেয়ারম্যান সমরজিৎ দাস, তৃণমূল কংগ্রেসের জেলা নেতা সেখ সবুজ, রতন মল্লিক, যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য সহ অন্যান্য নেতৃত্ব।
এছাড়াও উপস্থিত ছিলেন বৃহন্নলা পরিবারের গুরুমা সহ বৃহন্নলা সম্প্রদায়ের সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা ও এলাকার সমাজসেবী দেবপ্রসাদ গাঙ্গুলী।