একদিনে সাড়ে তিন হাজার ভ্যাকসিন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

একদিনে সাড়ে তিন হাজার ভ্যাকসিন


 

একদিনে সাড়ে তিন হাজার ভ্যাকসিন 


কাজল মিত্র, সালানপুর : এক দিনে সাড়ে তিন হাজার মানুষকে করোনার কোভিশিল্ড প্রথম ডোজের টিকা দেওয়ার বাবস্থা করা হল চিত্তরঞ্জন কে.জি হাসপাতাল ও সালানপুর ব্লকের পিঠাকিয়ারি স্বাস্থ্যকেন্দ্রে। প্রায় এক হাজার জনকে কেজি হাসপাতালে ও আড়াই হাজার জনকে পিঠাকেয়ারি হাসপাতালে এই টিকা দেওয়ার ব্যাবস্থা করা হয়। এই জন্য ব্লক স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যেখানে পিঠাকিয়ারি স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার জন্য ৬ টি বিশেষ কাউন্টার করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য টিকা নেওয়ার জন্য আজ কাউকেই টোকেন নিতে হয়নি, যারা টিকা নিলেন তাদের শুধুমাত্র তথ্য সহ লাইনে দাঁড়ালেই কাজ হয়েছে। এই টিকা নেওয়ার জন্য সকাল থেকে হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাওয়া গেলো। 

এই প্রসঙ্গে বি এম ও এইচ ডঃ সুব্রত সিট জানান, যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে মাস্ক ইমুলাইজার ভ্যাকসিন দেওয়ার কথাটি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় সালানপুর ব্লকের পিঠাকেয়ারী হসপিটালে ২০০০ ভ্যাকসিনের আয়োজন করা হয়। কিন্তু সাধারণ মানুষের এতই ভিড় বেড়ে যায় যে কর্তৃপক্ষ পরবর্তী ক্ষেত্রে আরো প্রায় দেড় হাজার অতিরিক্ত ভ্যাকসিনের ব্যবস্থা করে। এদিন সুষ্ঠুভাবেই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments