তপশিলি জাতি ও উপজাতিদের শংসাপত্র প্রদান
অতনু হাজরা, জামালপুর : আজ বিশ্ব আদিবাসী দিবস। সারা রাজ্য জুড়ে নানা আঙ্গিকে পালিত হচ্ছে আদিবাসী দিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমানের জামালপুরে আজ ব্লক অফিস থেকে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের কিছু মানুষের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হলো। শংসাপত্র তুলে দেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম ও বিডিও শুভঙ্কর মজুমদার, বি সি ডব্লু আধিকারিক সুপ্রভাত মুখার্জী। বিডিও বলেন, আজ ব্লকের ৮৯২ জন মানুষের হাতে জাতিগত সংশাপত্র তুলে দেওয়া হলো। তার মধ্যে ব্লক থেকে প্রতীকী ভাবে কয়েকজনকে দেওয়া হলো।
বাকিদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ভি আর পি'রা এই শংসাপত্র বেনিফিসিয়ারীদের হাতে তুলে দেবেন। এই বিষয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা দায়িত্ব নিয়েছেন।বিধায়ক অলক কুমার মাঝি বলেন, নানা ধরণের প্রকল্প সারা বছর ধরেই রাজ্যে চলছে যার সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের এই বিশেষ দিনে সারা রাজ্য জুড়ে এই জাতিগত সংশাপত্র তুলে দেওয়া হচ্ছে। মেহেমুদ খান জানান, মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। দুয়ারে সরকার প্রকল্পে যারা ফর্ম ফিলাপ করে জমা দিয়েছিলেন তারা সকলেই এই জাতিগত সংশাপত্র পেয়েগেছেন। সবচেয়ে বড় কথা কাউকে ব্লক অফিস পর্যন্ত আসতে হবে না প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে এগুলি পৌঁছে দেওয়া হবে।