চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

আইপিএল ধাঁচে বিসিপিএল, নীলামে আটটি দল


 

আইপিএল ধাঁচে বিসিপিএল, নীলামে আটটি দল


সেখ সামসুদ্দিন, মেমারি : আইপিএল ধাঁচে বিসিপিএল অর্থাৎ বিষ্ণুপুর ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২১ প্রথম চালু হল। মেমারি ১ ব্লকের নিমো ১ অঞ্চলের বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগারের উদ‍্যোগে এই খেলার আয়োজন। রবিবার টানটান উত্তেজনার মধ্যে দিয়ে রীতিমত নীলামে আটটি দল অংশ নিয়ে প্লেয়ার কিনল। এদিনের নীলামে ১৩৫ জন খেলোয়াড়ের মধ্যে ১১০ জন বিক্রি হয়। এদিনে মল্লিকাপুরের সাগর আলির দর ওঠে সর্বোচ্চ ৩২০০ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ দর ওঠে রসুলপরের পুট্টু সাহার ৩০০০ টাকা। রসলপুর লোকাল এলাকা থেকে রানা চ‍্যাটার্জীর দর ওঠে ১৪০০ টাকা এবং সর্বনিম্ন দর ওঠে ২৫০ টাকা। এদিন বিষ্ণুপুর যুব সংঘের সভাপতি অসীম চক্রবর্তী, সম্পাদক সুরজিৎ বিশ্বাস সহ সদস‍্যগণ উপস্থিত ছিলেন। এই টূর্ণামেন্টের মূল উদ‍্যোক্তা হলেন বিশ্বজিৎ বিশ্বাস ও গণেশ রায়।

 আটটি টিম যে তৈরী হল তা যথাক্রমে আদ্রিকা দীপায়ন একাদশ, সানি গারমেন্টস এন্ড কনস্ট্রাকশন, মন্দিরা একাদশ, প্রাঞ্জল একাদশ, হোটেল সোনামনি দীঘা, মিত্র বিশ্বাস একাদশ, ফাইভ স্টার কিংস ইলেভেন ও মাতৃ ইলেভেন ধাত্রীগ্রাম। উদ‍্যোক্তারা জানান ৫ সেপ্টেম্বর থেকে লীগ শুরু হবে। ঐদিন এ গ্রুপে খেলবে মাতৃ ইলেভেন ধাত্রীগ্রাম ও প্রাঞ্জল একাদশ রসুলপুর। বি গ্রুপের প্রতিযোগিতায় অংশ নেবে আদ্রিকা দীপায়ন একাদশ ও ফাইভস্টার টিম বর্ধমান।


Post a Comment

0 Comments