Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আইপিএল ধাঁচে বিসিপিএল, নীলামে আটটি দল


 

আইপিএল ধাঁচে বিসিপিএল, নীলামে আটটি দল


সেখ সামসুদ্দিন, মেমারি : আইপিএল ধাঁচে বিসিপিএল অর্থাৎ বিষ্ণুপুর ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২১ প্রথম চালু হল। মেমারি ১ ব্লকের নিমো ১ অঞ্চলের বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগারের উদ‍্যোগে এই খেলার আয়োজন। রবিবার টানটান উত্তেজনার মধ্যে দিয়ে রীতিমত নীলামে আটটি দল অংশ নিয়ে প্লেয়ার কিনল। এদিনের নীলামে ১৩৫ জন খেলোয়াড়ের মধ্যে ১১০ জন বিক্রি হয়। এদিনে মল্লিকাপুরের সাগর আলির দর ওঠে সর্বোচ্চ ৩২০০ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ দর ওঠে রসুলপরের পুট্টু সাহার ৩০০০ টাকা। রসলপুর লোকাল এলাকা থেকে রানা চ‍্যাটার্জীর দর ওঠে ১৪০০ টাকা এবং সর্বনিম্ন দর ওঠে ২৫০ টাকা। এদিন বিষ্ণুপুর যুব সংঘের সভাপতি অসীম চক্রবর্তী, সম্পাদক সুরজিৎ বিশ্বাস সহ সদস‍্যগণ উপস্থিত ছিলেন। এই টূর্ণামেন্টের মূল উদ‍্যোক্তা হলেন বিশ্বজিৎ বিশ্বাস ও গণেশ রায়।

 আটটি টিম যে তৈরী হল তা যথাক্রমে আদ্রিকা দীপায়ন একাদশ, সানি গারমেন্টস এন্ড কনস্ট্রাকশন, মন্দিরা একাদশ, প্রাঞ্জল একাদশ, হোটেল সোনামনি দীঘা, মিত্র বিশ্বাস একাদশ, ফাইভ স্টার কিংস ইলেভেন ও মাতৃ ইলেভেন ধাত্রীগ্রাম। উদ‍্যোক্তারা জানান ৫ সেপ্টেম্বর থেকে লীগ শুরু হবে। ঐদিন এ গ্রুপে খেলবে মাতৃ ইলেভেন ধাত্রীগ্রাম ও প্রাঞ্জল একাদশ রসুলপুর। বি গ্রুপের প্রতিযোগিতায় অংশ নেবে আদ্রিকা দীপায়ন একাদশ ও ফাইভস্টার টিম বর্ধমান।