রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ডাঃ সুহৃতা পাল
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ডাঃ সুহৃতা পাল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সরকারি আদেশনামা জারি করে নতুন উপাচার্য পদে ডাঃ সহৃতা পালের নিয়োগের বিষয়টি ঘোষণা করেছে। প্রায় ছমাস ধরে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় উপাচার্য বিহীন অবস্থায় চলছিল। উল্লেখ্য ডাঃ সুহৃতা পাল বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে রয়েছেন। আজ থেকে তিনি রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।