অবৈধ জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তেজনা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

অবৈধ জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তেজনা


 

অবৈধ জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তেজনা

      ঘটনার ভিডিও দেখতে ক্লিক করুন


কাজল মিত্র, কুলটি : পশ্চিম বর্ধমানের সাঁকতোড়িয়াতে ইসিএল এর জমিতে অবৈধ দখলদারিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার বিবরণে প্রকাশ, কুলটি বিধানসভা অন্তর্গত ডিসেরগড়ের সাঁকতোড়িয়া হুসেনিয়া মোড় সংলগ্ন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কাছে রাস্তার পাশে ইসিএল এর ফাঁকা জায়গাতে দিনের পর দিন অবৈধ ভাবে দখল করে দোকান বসানো হচ্ছে। রবিবারেও একটি সিটের তৈরি দোকান বসানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়।

 তণমূল কংগ্রেসের কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য'র ছেলে চন্দন আচার্য'র সঙ্গে কুলটি ব্লক তৃণমূলের হকার ইউনিয়নের সভাপতি তথা তৃণমূলের যুব নেতা মোবিন আনসারির বচসা বাধে। এই ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার বিজেপি নেতা অভিজিৎ আচার্য। অভিজিৎ আচার্য পরিস্তিতি বুঝে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্য'র ছেলে চন্দন আচার্য'র পক্ষে দাঁড়ায় এবং ওই ঝামেলায়ক জড়িয়ে পড়েন । ঘটনার খবর পেয়ে ছুটে আসে কুলটি থানার সাঁকতড়িয়া ফাঁড়ির পুলিশ। আপাতত পুলিশের মধ্যস্থতায় দুই গোষ্ঠীকে দুই দিকে সরিয়ে দেওয়া হলেও এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।



Post a Comment

0 Comments