তৃণমূল কংগ্রেস এসসি এবং ওবিসি শাখার কর্মী সম্মেলন
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় গলসি বিধানসভার তৃণমূল কংগ্রেস এস সি এবং ওবিসি শাখার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। বুদবুদ দেবী সিনেমা হলে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, খন্ডঘোষ এর বিধায়ক নবীন চন্দ্র বাগ, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেস এসসি এবং ওবিসি সেলের রাজ্যের সহ-সভাপতি উজ্জ্বল প্রামানিক, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল সহ অন্যান্যরা।