Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়কের উদ্যোগে ম্যারাথন দৌড়


 

বিধায়কের উদ্যোগে ম্যারাথন দৌড়




কাজল মিত্র, সালানপুর : ৭৫তম স্বাধীনতা দিবসে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড়। যেখানে প্রায় ৮০জনের বেশি যুবক যুবতী অংশ গ্রহণ করেন।

এদিন সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত লেফট ব্যাংক কল্যানেশ্বরী থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার ফিতে কেঁটে সবুজ পতাকা দেখিয়ে শুভ সূচনা করেন তৃণমূল নেতা মনোজ তেওয়ারী ও মবিন খান। রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের এসে এই ম্যারাথন দৌড় শেষ হয়। এই প্রতিযোগিতায় অংশকারীদের মধ্যে ৩জন যুবক ও ৩জন যুবতীকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।


প্রতিযোগিতায় ১৫জন অংশকারীদের মেডেল পরিয়ে সন্মান জানানো হয়। তাদের হাতে পুরস্কার তুলেদেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা মনোজ তেওয়ারী বলেন, যুব সমাজকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে বিধায়ক বিধান উপাধ্যায় উদ্যোগ নেন এই প্রতিযোগিতার মাধ্যমে। প্রায় ১২ কিলোমিটার ম্যারাথন দৌড়টি করানো হয়, এতে যুব সমাজের দৌডের প্রতি আরো বিভিন্ন খেলার প্রতি আগ্রহ বাড়বে।