Scrooling

সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

রাজীব গান্ধীর ৭৮ তম জন্ম দিবস পালিত


 

রাজীব গান্ধীর ৭৮ তম জন্ম দিবস পালিত


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮ তম জন্মদিন আজ। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস ভবনের সামনে যথাযত মর্যাদায় পালিত হলো ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন রাজীব গান্ধীর ৭৮ তম জন্ম দিবস। জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন ও রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেস ও যুব কংগ্রেস নেতৃত্ব। রাজীব গান্ধীর কর্মযজ্ঞ নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সদস্য ও জেলা কংগ্রেস এর প্রবীণ নেতা কাশীনাথ গাঙ্গুলি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, যুব কংগ্রেসের জেলা সভাপতি গৌরব সমাদ্দার, যুবনেতা সঞ্জয় খান, জেলা কংগ্রেস নেতা নিতাই মুখার্জী, মানব সরকার, পরাগ সিংহ, আকবর শেখ, রাজু দফাদার, আবদুল কালাম প্রমুখ।