চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে বিধায়ক

 



দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে বিধায়ক


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকেই চলছে দুয়ারে সরকারের অস্থায়ী ক্যাম্প। জামালপুর ব্লকে আজ জারগ্রাম পঞ্চায়েতে আঁটপাড়া সমবায় হিমঘরে চলছে দুয়ারে সরকারের অস্থায়ী ক্যাম্প। এই ক্যাম্প থেকে জনসাধারণকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে।ক্যাম্পে সকাল থেকেই আছেন সরকারি আধিকারিকরা। সেই ক্যাম্প পরিদর্শনে যান বিধায়ক অলোক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। বিভিন্ন কাউন্টার তাঁরা ঘুরে দেখেন জনগণ সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন সাধারণ মানুষ যাতে দ্রুত সরকারি পরিষেবা পান সে জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই দুয়ারে সরকারের ব্যবস্থা করেছেন। তিনি লক্ষ্মীর ভান্ডার লাইনে দাঁড়ানো মায়েদের নমস্কার জানান। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন সরকার মানুষের কথা ভেবে মানুষের দুয়ারে নিয়ে এসেছে সরকারি পরিষেবা তাই সকলেই যেন এই পরিষেবা গ্রহণ করেন। তিনি মহিলাদের উদ্যেশ্যে বলেন তাঁদের জন্যই আজকে এতবড় জয়। তাই দিদি তাঁর দেওয়া কথা রেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে।‌‌