Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে বিধায়ক

 



দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে বিধায়ক


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকেই চলছে দুয়ারে সরকারের অস্থায়ী ক্যাম্প। জামালপুর ব্লকে আজ জারগ্রাম পঞ্চায়েতে আঁটপাড়া সমবায় হিমঘরে চলছে দুয়ারে সরকারের অস্থায়ী ক্যাম্প। এই ক্যাম্প থেকে জনসাধারণকে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে।ক্যাম্পে সকাল থেকেই আছেন সরকারি আধিকারিকরা। সেই ক্যাম্প পরিদর্শনে যান বিধায়ক অলোক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। বিভিন্ন কাউন্টার তাঁরা ঘুরে দেখেন জনগণ সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন সাধারণ মানুষ যাতে দ্রুত সরকারি পরিষেবা পান সে জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই দুয়ারে সরকারের ব্যবস্থা করেছেন। তিনি লক্ষ্মীর ভান্ডার লাইনে দাঁড়ানো মায়েদের নমস্কার জানান। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন সরকার মানুষের কথা ভেবে মানুষের দুয়ারে নিয়ে এসেছে সরকারি পরিষেবা তাই সকলেই যেন এই পরিষেবা গ্রহণ করেন। তিনি মহিলাদের উদ্যেশ্যে বলেন তাঁদের জন্যই আজকে এতবড় জয়। তাই দিদি তাঁর দেওয়া কথা রেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে।‌‌