মনিকা বোসের হত্যাকারীর শাস্তির দাবিতে সরব আশাকর্মীরা
অতনু হাজরা, জামালপুর : গত কয়েকদিন আগেই পূর্ব বর্ধমান জেলার জামালপুরের কালারাঘাটের মনিকা বোসের মৃত্যু হয়। তিনি পেশায় ছিলেন একজন আশাকর্মী। অভিযোগ তাঁর সৎ ছেলে ও বৌমা তাঁকে শারীরিক অত্যাচার করে মুখে বিষ ঢেলে মেরে ফেলে। পরে জামালপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তারও করে। আজ সেই মনিকা বোসের হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলো জামালপুরের আশা কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন।
আজ তাঁরা জামালপুর হাসপাতাল থেকে একটি মিছিল করে জামালপুর বাজার হয়ে জামালপুর থানায় জমায়েত হন।সেখানে তাঁরা পুলিশ প্রশাসনকে একটি স্মারকলিপি জমা দিয়ে দোষীদের শাস্তির দাবি জানান।