Scrooling

সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা মেমারিতে


 

পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা মেমারিতে


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানের পর এবার মেমারি পুরসভার চালু হলো ৫ টাকায় ডিম ভাত খাওয়োনোর ব্যবস্থা। শুক্রবার মেমারি নতুন বাসস্ট‍্যান্ডে ৫ টাকায় ডিম ভাতের "মা কিচেন" এর সূচনা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান সদর মহকুমা শাসক দক্ষিণ কৃষ্ণেন্দু মন্ডল, মেমারি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আলি মহঃ ওলি উল্লাহ, মেমারি পৌরসভার পৌরপ্রশাসক স্বপন বিষয়ী, সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী, আশিষ ঘোষদস্তিদার সহ সকল প্রাক্তন কাউন্সিলর ও পৌরকর্মীবৃন্দ।

আজ মা কিচেন এর উদ্বোধনের পর মেমারির পৌর প্রশাসক স্বপন বিষয়ী নিজে হাতে পরিবেশন করেন। পরিবেশনে অন্যান্যরাও সহযোগিতা করেন।

সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন পাঁচ টাকায় ডিম ভাত কূপনের ভিত্তিতে একশো জনকে খাওয়ানো হবে। সেই তালিকা সরকারি নির্দিষ্ট পোর্টালে আপডেট করা হবে বলে জানান পৌরপ্রশাসক। মহকুমা শাসক মেমারি পৌরসভার উন্নয়ন থেকে সার্বিক ব‍্যবস্থাপনায় সন্তুষ্ট বলে জানান। সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বচ্ছ ও সততার প্রতীক পৌর এলাকাকে দুর্নীতিমুক্ত পৌর এলাকায় পরিণত করতে কড়াভাবে সকলকে নিয়ে একযোগে কাজ করতে চান। আর এই কাজে মহকুমা শাসক, বিডিও সহ সকলের সহযোগিতা আশা করেন।