Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা মেমারিতে


 

পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা মেমারিতে


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানের পর এবার মেমারি পুরসভার চালু হলো ৫ টাকায় ডিম ভাত খাওয়োনোর ব্যবস্থা। শুক্রবার মেমারি নতুন বাসস্ট‍্যান্ডে ৫ টাকায় ডিম ভাতের "মা কিচেন" এর সূচনা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান সদর মহকুমা শাসক দক্ষিণ কৃষ্ণেন্দু মন্ডল, মেমারি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আলি মহঃ ওলি উল্লাহ, মেমারি পৌরসভার পৌরপ্রশাসক স্বপন বিষয়ী, সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী, আশিষ ঘোষদস্তিদার সহ সকল প্রাক্তন কাউন্সিলর ও পৌরকর্মীবৃন্দ।

আজ মা কিচেন এর উদ্বোধনের পর মেমারির পৌর প্রশাসক স্বপন বিষয়ী নিজে হাতে পরিবেশন করেন। পরিবেশনে অন্যান্যরাও সহযোগিতা করেন।

সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন পাঁচ টাকায় ডিম ভাত কূপনের ভিত্তিতে একশো জনকে খাওয়ানো হবে। সেই তালিকা সরকারি নির্দিষ্ট পোর্টালে আপডেট করা হবে বলে জানান পৌরপ্রশাসক। মহকুমা শাসক মেমারি পৌরসভার উন্নয়ন থেকে সার্বিক ব‍্যবস্থাপনায় সন্তুষ্ট বলে জানান। সমাজসেবী অচিন্ত‍্য চ‍্যাটার্জী বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বচ্ছ ও সততার প্রতীক পৌর এলাকাকে দুর্নীতিমুক্ত পৌর এলাকায় পরিণত করতে কড়াভাবে সকলকে নিয়ে একযোগে কাজ করতে চান। আর এই কাজে মহকুমা শাসক, বিডিও সহ সকলের সহযোগিতা আশা করেন।