কলকাতা থেকে লাদাখ : দুই সিভিক ভলান্টিয়ার এর সাইকেল অভিযান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

কলকাতা থেকে লাদাখ : দুই সিভিক ভলান্টিয়ার এর সাইকেল অভিযান


 

কলকাতা থেকে লাদাখ : দুই সিভিক ভলান্টিয়ার এর সাইকেল অভিযান


কাজল মিত্র, আসানসোল : দুই বন্ধু সজল বাউল ও বিপ্লব দাস। দু'জনেই পুলিশের সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত। দুই বন্ধু মিলে সাইকেল চালিয়ে কলকাতা থেকে লাদাখ এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেশবাসীর কাছে নিয়ম মেনে রাস্তা চলা এবং পরিবেশ রক্ষার বার্তা দিতেই তাঁরা পথে নেমেছেন। সজল বাউল বর্তমানে নৈহাটী থানার সিভিক ভলান্টিয়ার আর বিপ্লব দাস ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিমতা থানার সিভিক ভলান্টিয়ার। তাঁরা দুই বন্ধু কলকাতা থেকে লাদাখের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে রওনা দিয়েছেন। জাতীয় সড়ক ধরে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি এলাকায় প্রবেশ করতেই তাদেরকে কুলটি বাইপাস চৌরঙ্গীমোড়ে কর্মরত কুলটি ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়াররা স্বাগত জানান। 

সাইকেল চড়ে বাংলা থেকে লাদাখ, সাধারণ মানুষের কাছে তাদের বার্তা পৌঁছানোই মূল উদ্দেশ্য। এই বিষয়ে সিভিক কর্মী বিপ্লব দাস বলেন আমরা অনেক কাছ থেকে বিভিন্ন দুর্ঘটনা দেখতে পাই। অনেকে ট্রাফিক সিগনাল না মেনে রাস্তা পার হয় তাই সাধারণ মানুষের কাছে সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা দেওয়ার সঙ্গে মানুষ যেন হেলমেট ব্যবহার করে ও ট্রাফিক নিয়ম মেনে রাস্তা পারাপার করেন। অন্যদিকে সজল বাউল বলেন, পরিবেশ রক্ষার কথা তুলে ধরাই তাঁর উদ্যেশ্য। মানুষ যেন পরিবেশ পরিষ্কার রাখে, প্লাস্টিকের ব্যবহার কমানো, দূষণ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা। যেখানে সেখানে মলত্যাগ না করা। ভবিষ্যত প্রজন্ম যাতে সুস্থ সুন্দর ভাবে বাঁচতে পারে সেই লক্ষ্যেই কলকাতা থেকে লাদাখের পথে এগিয়ে চলেছেন বাংলার দুই সিভিক ভলান্টিয়ার সজল ও বিপ্লব। দুই বন্ধুর সাইকেল অভিযান সফল হোক সংবাদ প্রভাতী'র পক্ষ থেকে রইলো শুভ কামনা।



Post a Comment

0 Comments