Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নবরূপে সাইবার থানা, ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্য পুলিশের এডিজি


 

নবরূপে সাইবার থানা, ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্য পুলিশের এডিজি


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সাইবার থানা নতুন করে পথ চলা শুরু করলো। আসানসোলে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় সোমবার নবরূপে সাইবার থানার ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ‍্য পুলিশের এডিজি সঞ্জয় সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর এর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর। 

এদিন তিনি জানান, বহুদিন থেকেই আসানসোলের সাইবার থানা রয়েছে কিন্তু সেটি পুলিশ লাইন এর ভিতরে থাকায় মানুষের পক্ষে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যার কথা মাথায় রেখেই এই নতুন থানা তৈরি হলো। একদমই রাস্তার ধারে। মানুষ কিভাবে এই সাইবার থানা থেকে নিজেদের সমস্যাগুলি নথিভুক্ত করতে পারবেন সে বিষয়েও এদিন জানান কমিশনার অজয় কুমার ঠাকুর।