Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনাহারে দিন কাটাচ্ছে প্রায় ৪০০ জন শ্রমিক, ক্ষোভে ফুঁসছে

 



অনাহারে দিন কাটাচ্ছে প্রায় ৪০০ জন শ্রমিক, ক্ষোভে ফুঁসছে



কাজল মিত্র, কুলটি : এক বছর কাছাকাছি কাজ বন্ধ থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে প্রায় চারশো জন শ্রমিক। সেইলের রামনগর কলিয়ারীর লায়েকডি ও সালানপুর সাইডিংয়ের জমির মালিকদের সঙ্গে বিবাদের জেরে সমস্যায় পড়েছে প্রায় চারশোর বেশি ঠিকাশ্রমিক। অনশন করে বিভিন্ন আন্দোলন করেও কোনো সুরাহা মেলেনি শ্রমিকদের। তাই বাধ্য হয়ে সমস্ত শ্রমিকরা মিলে পুনরায় বিক্ষোভের পথে নামলেন। মঙ্গলবার সকালে সেলের রামনগর কলিয়ারীর প্রধান গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সব শ্রমিকরা। তাদের দাবি জমির ঝামেলা মিটিয়ে পুনরায় নতুন ঠিকা বার করে তাদের কাজ চালু করা হোক।

এই প্রসঙ্গে এক শ্রমিক জানান, যে গত এক বছরের বেশি সময় ধরে কাজ বন্ধ। অনাহারে দিন কাটাচ্ছে শ্রমিকরা, বারবার আন্দোলন বা অনশন করেও কিছু লাভ হয়নি। তাই বাধ্য হয়ে একত্রিত ভাবে সব ট্রেড ইউনিয়ন শ্রমিকরা মিলে পুনরায় আন্দোলন শুরু করেছি। আমাদের অনুরোধ জমি নিয়ে যা কিছু ঝামেলা চলছে গত বছর থেকে তা মিটিয়ে নিয়ে আমাদের অবিলম্বে কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। লায়েকডি ও সালান পুর জোন মিলে প্রায় চারশো জন শ্রমিক এক বছর ধরে কাজ হারা রয়েছে। সেল কর্তৃপক্ষ বারবার ঐ জমির মালিকদের সঙ্গে কথা বলছেন কিন্তু কোনো সুরাহা হচ্ছে না তাই ওদের ঝামেলায় আমাদের দিন অনাহারে কাটছে। এটা কত দিন মানা যায় তাই প্রশাসন এবং সেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ এবার আমাদের নিয়ে ভাবা হোক না হলে এই আন্দোলন আরো বৃহত্তম আকার ধারণ করবে।