Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারের সরকারের প্রস্তুতি, পরিদর্শনে প্রশাসনিক কর্তারা 


 

দুয়ারের সরকারের প্রস্তুতি,

পরিদর্শনে প্রশাসনিক কর্তারা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ আগস্ট থেকে শুরু হবে এই প্রকল্পের কাজ। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় এই প্রকল্পের কাজ হবে। ইতিমধ্যেই দুয়ারের সরকার প্রকল্পের স্থান নির্ধারণ করে বিভিন্ন পঞ্চায়েত এবং পুরসভা কর্তৃপক্ষ প্রচার শুরু করে দিয়েছেন। 

দুয়ারের সরকার প্রকল্প যেখানে চলবে সেই শিবির গুলির ব্যবস্থাপনা কেমন তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রশাসনিক কর্তারা গ্রামেগঞ্জে ছুটে বেড়াচ্ছেন। আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকে দুয়ারের সরকার প্রকল্পের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, সদর মহকুমা শাসক দক্ষিণ কৃষ্ণেন্দু মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।