Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দুয়ারের সরকারের প্রস্তুতি, পরিদর্শনে প্রশাসনিক কর্তারা 


 

দুয়ারের সরকারের প্রস্তুতি,

পরিদর্শনে প্রশাসনিক কর্তারা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ আগস্ট থেকে শুরু হবে এই প্রকল্পের কাজ। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় এই প্রকল্পের কাজ হবে। ইতিমধ্যেই দুয়ারের সরকার প্রকল্পের স্থান নির্ধারণ করে বিভিন্ন পঞ্চায়েত এবং পুরসভা কর্তৃপক্ষ প্রচার শুরু করে দিয়েছেন। 

দুয়ারের সরকার প্রকল্প যেখানে চলবে সেই শিবির গুলির ব্যবস্থাপনা কেমন তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রশাসনিক কর্তারা গ্রামেগঞ্জে ছুটে বেড়াচ্ছেন। আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকে দুয়ারের সরকার প্রকল্পের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, সদর মহকুমা শাসক দক্ষিণ কৃষ্ণেন্দু মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।