প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা
অর্ঘ্য ব্যানার্জী, বর্ধমান : প্রয়াত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। বর্ধমান ২ নম্বর ব্লকের সভাপতি তথা বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত পরলোকে। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।