ছিঃ তালিবান ছিঃ
🟣 অভিজিৎ মিত্র
মানুষ মারিস, খুনী লুটেরা, তোরা চালাবি দেশ?
মায়ের আব্রু পায়ের নিচে, শিক্ষার নেই লেশ !
ধূর্ত মুখে বিজ্ঞ কথায় মিথ্যের ফুলঝুরি
দু’মুখো সাপ, অত্যাচারে তোদের তো নেই জুরি।
তোরা কি জানিস, কি করে দেয় মানুষকে সন্মান ?
গোলা গুলির আঘাতে শুধু নিয়ে চলেছিস প্রাণ
কাবুল ঢাকা শয়ে শয়ে লাশ, আফগানীদের রক্ত
পুড়িয়ে দিলি শিশু উদ্যান, ওরে হিংসার ভক্ত -
মহিলাদের হারেমবন্দী রেখে করবি ভোগ ?
তোদের থেকে পচন ভাল, তোরা সমাজের রোগ –
শিউরে উঠে রোজ শুনছি নিরীহ আর্তনাদ
স্বাধীনতার হত্যালীলায় মরছে নিরপরাধ
সন্ত্রাসী পাপ মূর্খ লোলুপ, অসভ্যদের অংশ
গোটা পৃথিবী রোজ চাইছে তোদের সমূল ধ্বংস।
তোদের রুখতে জাগছে মাটি, পাঁচ সিংহের হল্লা
আফগান মা’র দামাল ছেলে, সাবাস আমরুল্লা !
(২০০১ সালে তালিবান জঙ্গিরা বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংস করার পর কবির কলম গর্জে উঠেছিল, পরবাস নামক এক আন্তর্জাল পত্রিকায়। ২০২১-এ তালিবানরা আফগানিস্তানের রাস্তায় সন্ত্রাস ও শয়ে শয়ে মৃত্যু ঘটানোর পর আবার কবির কলম ধিক্কার ঢেলে দিল এই কবিতার মধ্যে দিয়ে)