সুব্রত মুখোপাধ্যায় এখন থেকে দুটি দপ্তরের মন্ত্রী

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সুব্রত মুখোপাধ্যায় এখন থেকে দুটি দপ্তরের মন্ত্রী


 

সুব্রত মুখোপাধ্যায় এখন থেকে দুটি দপ্তরের মন্ত্রী


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নিজের দপ্তরের সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরেরও দায়িত্বে এলেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে গুরুতর অসুস্থ হয়ে হালপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সদ্য প্রয়াত হয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের সচিব অর্ণব রায়। ফলে ক্রেতা সুরক্ষা দপ্তরে প্রশাসনিক সঙ্কটের সৃষ্টি হয়েছে। ফলে এবার থেকে দুই দপ্তরের দায়িত্ব সামলাবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কারণ এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপরই ভরসা রেখেছেন। তাই ২০ আগস্ট রাজ্যপালের সীলমোহর-‌সহ নবান্নের স্বরাষ্ট্র দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন সুব্রত মুখোপাধ্যায়। 

অন্যদিকে অসুস্থ সাধন পান্ডে মন্ত্রী হিসেবেই রয়েছেন। তবে দপ্তরবিহীন অবস্থায়।




Post a Comment

0 Comments