Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

সুব্রত মুখোপাধ্যায় এখন থেকে দুটি দপ্তরের মন্ত্রী


 

সুব্রত মুখোপাধ্যায় এখন থেকে দুটি দপ্তরের মন্ত্রী


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় নিজের দপ্তরের সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরেরও দায়িত্বে এলেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে গুরুতর অসুস্থ হয়ে হালপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সদ্য প্রয়াত হয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের সচিব অর্ণব রায়। ফলে ক্রেতা সুরক্ষা দপ্তরে প্রশাসনিক সঙ্কটের সৃষ্টি হয়েছে। ফলে এবার থেকে দুই দপ্তরের দায়িত্ব সামলাবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কারণ এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপরই ভরসা রেখেছেন। তাই ২০ আগস্ট রাজ্যপালের সীলমোহর-‌সহ নবান্নের স্বরাষ্ট্র দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি ক্রেতা সুরক্ষা দফতরও সামলাবেন সুব্রত মুখোপাধ্যায়। 

অন্যদিকে অসুস্থ সাধন পান্ডে মন্ত্রী হিসেবেই রয়েছেন। তবে দপ্তরবিহীন অবস্থায়।