Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে ব্লক তৃণমূলের রাখীবন্ধন উৎসব পালন


 

জামালপুরে ব্লক তৃণমূলের রাখীবন্ধন উৎসব পালন


অতনু হাজরা, জামালপুর : রাখীবন্ধন উৎসব সাড়ম্বরে পালিত হলো জামালপুরে। জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে রাখিবন্ধন উৎসব পালন করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে আজকের এই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিনের সম্প্রীতির উৎসবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক তথা জেলা যুব তৃণমূলের সভাপতি অলক কুমার মাঝি, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক, জেলা যুব সহ সভাপতি তথা ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, ব্লকের মহিলা নেত্রী মিঠু মাঝি, ব্লক ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ দেবু হেমব্রম, সাহাবুদ্দিন শেখ, ঝর্ণা বেগম শেখ সহ অন্যান্যরা।

 সমস্ত মহিলা কর্মীরা তাঁদের ভাইদের হাতে রাখি পরিয়ে দেন। এরপর পথ চলতি সমস্ত মানুষের হাতে, সমস্ত গাড়ির চালকদের হাতে সৌভাতৃত্বের রাখি পরিয়ে দেওয়া হয়। মেহেমুদ খান বলেন রাখি বন্ধন উৎসব সম্প্রীতির উৎসব, সৌভাতৃত্বের উৎসব। সকলে সকলের হাতে রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করা হলো। সাম্প্রদায়িক শক্তি যেন কিছুতেই এই বাংলায় মাথাচাড়া দিতে না পারে।সকলে মিলে তাকে প্রতিহত করার সংকল্পই নেওয়া হলো। অলক মাঝি বলেন ভারতবর্ষের সংবিধান সম্প্রীতির কথা বলে। সেখানে আজ সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। তাকে প্রতিহত করতে আজ সম্প্রীতি ও সৌভাতৃত্বের বন্ধনে সকলে বেঁধে সকলে সকলের হাতে রাখি পরিয়ে দেওয়া হলো। ভুতনাথ মালিক বলেন আজকে এই রাখিবন্ধনের মাধ্যমে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হলো। তিনি সকলকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানান।

জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাখি বন্ধন দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। অঞ্চলের মহিলা কর্মীরা তৃণমূল নেতৃত্বের হাতে রাখি বাঁধার পাশাপাশি পথচলতি মানুষের হাতে রাখি বাঁধে। জৌগ্রাম এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অলক কুমার মাঝি ও জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান সহ মৃদুল কান্তি মন্ডল, রেজাউল হক মন্ডল, অনিকেত চ্যাটার্জি, মিঠু ঢালি প্রমূখ।