Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জেলা কংগ্রেস কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন


 

জেলা কংগ্রেস কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের উদ্যোগে যথাযত মর্যাদার সাথে পালিত হয় ৭৫ তম স্বাধীনতা দিবস। জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় ভারতের জাতীয় পতাকা ও জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর জাতির জনক মহাত্মা গান্ধী এবং দেশ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা কংগ্রেসের নেতৃত্ব।

 মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও স্বাধীনতার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য ও প্রবীণ কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলি, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি গৌরব সমাদ্দার, জেলা কংগ্রেস নেতা পঞ্চানন মুখার্জী, নিতাই মুখার্জী, কুমকুম ঘোষ, যুবনেতা সঞ্জয় খান, পরাগ সিংহ, প্রসেনজিৎ ঘোষ, আকবর সেখ, বিশ্বনাথ ধীবর, রাজু দফাদার প্রমুখ। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।